• বাংলা থেকে আটক ডাক্তারকে ছেড়ে দিল NIA, মুখে কুলুপ আঁটার নির্দেশ
    এই সময় | ১৫ নভেম্বর ২০২৫
  • দিল্লি বিস্ফোরণের ঘটনার তদন্তে পশ্চিমবঙ্গ থেকে আটক করা হয়েছিল এক ডাক্তারকে। শুক্রবার সকালে তাঁকে আটক করেছিলেন এনআইএ-এর তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদের পরে শনিবার বিকেলে ওই চিকিৎসককে ছেড়ে দেওয়া হয়েছে। উত্তর দিনাজপুরের ডালখোলা থানার কোনাল গ্রামের ওই চিকিৎসকের নাম জান নিসার আলম। শনিবার বিকেলে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।

    শুক্রবার সকালে সূর্যাপুর হাই স্কুলের সামনে থেকে তাঁকে আটক করেছিল NIA। পরিবার সূত্রের খবর, দিল্লি বিস্ফোরণের ঘটনায় নিসারের এক ব্যাচমেট জড়িত বলে সন্দেহ তদন্তকারীদের। সেই সন্দেহভাজন চিকিৎসকের সঙ্গে ফোনে ও হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল নিসারের। সেই সূত্রেই তদন্তকারীরা জান নিসার আলমের খোঁজ পান। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে শিলিগুড়ি নিয়ে যাওয়া হয়। পরিবারের বক্তব্য, কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে NIA অফিসারেরা নিসারের বক্তব্যে সন্তুষ্ট হয়েছেন। দিল্লি বিস্ফোরণের সঙ্গে কোনও যোগসূত্র না পাওয়ায় নিসারকে ছেড়ে দেওয়া হয়েছে বলে পরিবারের দাবি। ঘরের ছেলেকে ছেড়ে দেওয়ায় নিশ্চিন্ত পরিবার।

    পরিবারের তরফে জানানো হয়েছে, NIA তদন্তকারীরা আপাতত নিসারকে কারও সামনে মুখ না খুলতে বলেছেন। কোনও রকম সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত না থাকতেও নির্দেশ দেওয়া হয়েছে।

  • Link to this news (এই সময়)