• হাঁটু প্রতিস্থাপনের সফল অস্ত্রোপচার গঙ্গারামপুরের হাসপাতালে, কী বলছেন চিকিৎসক?
    এই সময় | ১৬ নভেম্বর ২০২৫
  • সফল হাঁটু প্রতিস্থাপন অস্ত্রোপচার হলো গঙ্গারামপুরে একটি বেসরকারি হাসপাতালে। দক্ষিণ দিনাজপুরে এই ধরনের জটিল অস্ত্রোপচার এই প্রথম হলো বলে দাবি করছে চিকিৎসক মহলের একাংশ।

    হাসপাতাল সূত্রে জানা গেছে, গঙ্গারামপুরের একটি হাসপাতালে ভর্তি হন ৬০ বছরের নুরুল ইসলাম। দীর্ঘদিন ধরে তাঁর হাঁটুর মালাইচাকিতে সমস্যা দেখা দিয়েছিল। বিভিন্ন জায়গায় বেঙ্গালুরু-সহ চিকিৎসা করেও সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত গঙ্গারামপুরের ওই হাসপাতালে ভর্তি হন। কলকাতার বিশিষ্ট চিকিৎসক ও কনসালট্যান্ট জয়েন্ট রিপ্লেসমেন্ট অ্যান্ড ট্রমা সার্জন ডা: অভীক রায় এই গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারটি করেন।

    চিকিৎসক ডা. অভীক রায় জানান, উত্তরবঙ্গের মধ্যে এমন জটিল হাঁটু প্রতিস্থাপনের অপারেশন এই প্রথম করা হলো। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অল্প খরচে এই পরিষেবা দেওয়া সম্ভব হয়েছে। চিকিৎসা পরিষেবায় খুশি রোগীর পরিজনরাও। রোগীর এক আত্মীয় বলেন, ‘বেঙ্গালুরু থেকে শুরু করে বহু জায়গায় ঘুরেছি, কিন্তু দাদার সমস্যা ঠিক হয়নি। এখানে অপারেশন করার পর আজই তিনি হাঁটতে পারছেন। আমরা খুবই খুশি।’

  • Link to this news (এই সময়)