• স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে, চাঞ্চল্য
    বর্তমান | ১৬ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, রামপুরহাট: স্ত্রীকে গুলি করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে! আজ, শনিবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে। স্ত্রীকে লক্ষ্য করে পরপর পাঁচটি গুলি ছোড়ে অভিযুক্ত। যার মধ্যে একটি গুলি ওই মহিলার হাতে ও অপর একটি গুলি লাগে কোমরে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রামপুরহাট মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। জখম মহিলার নাম সিমা খান।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই মহিলার স্বামীই তাঁকে গুলি করেছে। তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই নলহাটি থানার পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করেছে বলে জানা গিয়েছে। জখম মহিলা পেশায় বিউটি পার্লারের মালিক। দাম্পত্য কলহের জেরেই এই কাণ্ড বলে পুলিশের অনুমান। এদিন সিমা বিবি নিজের পার্লার বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বাড়ি ঢোকার আগেই তাকে লক্ষ্য করে গুলি করা হয় বলে অভিযোগ। 
  • Link to this news (বর্তমান)