• উত্তর ২৪ পরগনায় এসআইআর আতঙ্কে বৃদ্ধের মৃত্যু
    বর্তমান | ১৬ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআর আতঙ্কে ফের মৃত্যুর ঘটনা রাজ্যে। বাংলায় এসআইআর প্রক্রিয়া চালু হওয়ার পর থেকেই বেশ কয়েকটি মৃত্যুর ঘটনা সামনে এসেছে। এবার অকুস্থল উত্তর ২৪ পরগনার পশ্চিম খিলকাপুর পঞ্চায়েতের চাটুরিয়া গ্রাম। জানা গিয়েছে, সেখানে এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। পরিবার সূত্রে খৱর, এসআইআরের ইনিউমারেশন ফর্ম হাতে পাওয়ার পর থেকেই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলেন প্রবীণ নাগরিক জিয়ার আলি (৭০)। ফর্ম কী ভাবে পূরণ করতে হবে তা নিয়ে একাধিকবার জিজ্ঞাসাও করেছিলেন প্রতিবেশীদের। ফর্ম হাতে পেয়ে তা জেরক্স করে ফিলাপও করেছিলেন। তবে সঠিকভাবে ফর্ম ফিলাপ করতে পারছেন কী না এই নিয়ে রীতিমতো আশঙ্কায় ছিলেন তিনি। সূত্রের খবর, ২০০২-এর ভোটার তালিকায় নামও ছিল জিয়ার আলির পরিবারের। তারপরও আশঙ্কা যেন কিছুতেই পিছু ছাড়ছিল না ওই বৃদ্ধের। শেষে গত শুক্রবার রাতে নিজের বাড়িতেই ফর্ম ফিলাপের চিন্তায় ব্রেন স্ট্রোক হয় তাঁর। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে বারাসত মেডিকেল কলেজে ভর্তি করেন পরিজনেরা। পরবর্তী সময়ে অবস্থার অবনতি হওয়ায় শহরের এনআরএস মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় তাঁকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
  • Link to this news (বর্তমান)