গা ঢাকা দিতে দেশ ছাড়ার প্ল্যান করে শাহিন! দিল্লি কাণ্ডে আরও স্পষ্ট ‘জেহাদি’ চিকিৎসকের যোগ
প্রতিদিন | ১৬ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় লখনউয়ের মহিলা চিকিৎসক শাহিন শাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, দিল্লি বিস্ফোরণের সঙ্গে তাঁর সরাসরি যোগ রয়েছে। এই পরিস্থিতিতে গোয়েন্দাদের হাতে এল চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, বিস্ফোরণের কয়েকমাস আগে সে পাসপোর্টের জন্য আবেদন করেছিল। এমনকী তার পুলিশ ভেরিফিকেশনও হয়েছিল বলে খবর। তাহলে কি দিল্লি হামলার পর বিদেশে গিয়ে গা ঢাকা দিতে চেয়েছিল শাহিন? এই প্রশ্নটিই এখন জোরাল হচ্ছে।
পুলিশের একটি সূত্রের দাবি, শাহিন জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের মহিলা ব্রিগেড তৈরির দায়িত্বে ছিল। পহেলগাঁও হামলার বদলা নিতে অপারেশন সিঁদুরে জইশের কোমর ভেঙে দিয়েছিল ভারতীয় সেনা। সেই অভিযানে মৃত্যু হয় মাসুদ আজাহারের পরিবারের ১১ সদস্যের। এর ঠিক পরই ভারতের বিরুদ্ধে বদলা নিতে মাসুদ আজাহারের বোন সাদিয়ার নেতৃত্বে নয়া মহিলা ব্রিগেড তৈরির ঘোষণা করে জইশ। ভাওয়ালপুরের মার্কাজ-উসমান-ও-আলি থেকেই এই সংগঠন তৈরি করা শুরু করে জইশ। নতুন এই মহিলা ব্রিগেডের নাম জামাত-উল-মোমিনাত। সূত্রানুসারে, শাহিনকেই দেওয়া হয়েছিল সেই শাখার দায়িত্ব।
প্রসঙ্গত, দিল্লি বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছেন তদন্তকারীরা। তাদের অধিকাংশই চিকিৎসক। ইতিমধ্যেই জানা গিয়েছে, বিস্ফোরণে যে হুন্ডাই আই ২০ গাড়িটি ব্যবহৃিত হয়েছিল, তার চালকের আসনে ছিল উমর উন-নবিই। তদন্তকারীদের একটি সূত্রের খবর, ঘটনাস্থল থেকে উদ্ধার উমরের দেহাংশের সঙ্গে তাঁর মা এবং ভাইয়ের ডিএনএ পরীক্ষা করে দেখা হয়েছে। পরীক্ষায় সেই ডিএনএ একশো শতাংশ মিলে গিয়েছে। এখনও চলছে তদন্ত।