• মহুয়ার বিরুদ্ধে চার্জশিট দায়েরের নির্দেশ সিবিআইকে, ৪ সপ্তাহের সময়সীমা লোকপালের
    প্রতিদিন | ১৬ নভেম্বর ২০২৫
  • সোমনাথ রায়, নয়াদিল্লি: ঘুষের বিনিময়ে প্রশ্ন কাণ্ডে ফের অস্বস্তিতে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদের বিরুদ্ধে ওঠা অভিযোগে সিবিআইকে চার্জশিট দেওয়ার অনুমতি দিল লোকপাল। চার্জশিট জমা করার জন্য চার সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে লোকপালের তরফে। সংশ্লিষ্ট আদালতে জমা করার পাশাপাশি চার্জশিটের একটি প্রতিলিপি জমা দিতে হবে লোকপাল দপ্তরেও।

    জানা যাচ্ছে, গত ১২ নভেম্বর লোকপালের সম্পূর্ণ বেঞ্চ এই সিদ্ধান্ত নিয়েছে। যার অভিযোগের ভিত্তিতে লোকপাল সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছিল সেই নিশিকান্ত দুবেকেও শনিবার এই বিষয়ে লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২০১৩ সালের লোকপাল ও লোকায়ুক্ত আইনের ২০(৭) (ক) ও ২৩(১) ধারার ক্ষমতা প্রয়োগ করে, সিবিআইকে চার্জশিট দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অবশ্য এও জানানো হয়েছে যে, চার্জশিট জমা দেওয়া মানেই আইনি প্রক্রিয়া শুরু হয়ে যাবে, এমনটা নয়। নির্দেশিকায় লোকপাল জানিয়েছে, সংশ্লিষ্ট আদালতে চার্জশিট জমা দেওয়ার পরেই সিবিআইয়ের দ্বিতীয় আবেদন বিবেচনা করা হবে।

    উল্লেখ্য, মহুয়া মৈত্রের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন করার যে অভিযোগ করেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তার প্রেক্ষিতে গত লোকসভায় মহুয়ার সাংসদ পদ বাতিল করেন অধ্যক্ষ ওম বিড়লা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান মহুয়া। যা এখনও বিচারাধীন। এর মাঝেই মহুয়ার বিরুদ্ধে নানা অভিযোগ, সিবিআইয়ের তদন্তের গতিপ্রকৃতি, সিবিআইয়ের রিপোর্ট-সহ অন্যান্য নানা নথি সংবাদমাধ্যমের কাছে চলে আসতে থাকে। যাকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন তৃণমূল কংগ্রেস সাংসদ। যার শুনানিতে দিল্লি হাই কোর্ট জানায়, এই মামলার সঙ্গে জড়িত সবপক্ষকেই ‘কঠোর গোপনীয়তা’ বজায় রাখতে হবে। লোকপাল ও লোকায়ুক্ত আইন প্রত্যেকের মেনে চলা উচিত, সেই কথাও মনে করিয়ে দেয় আদালত। পরবর্তীতে মহুয়ার বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ার আবেদন করে লোকপালের কাছে যায় সিবিআই। তার প্রেক্ষিতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এই নির্দেশ দিয়েছে লোকপাল। একইসঙ্গে উল্লেখ করা হয়েছে, চার্জশিট দাখিল করা মানেই আইনি প্রক্রিয়া শুরু করা নয়। চার্জশিট জমা পড়ার পর পরবর্তী বিষয় বিবেচনা করা হবে।
  • Link to this news (প্রতিদিন)