জয়ের পর বিহারে ‘সাফাই’ অভিযান বিজেপির, সাসপেন্ড প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজকুমার সিং
প্রতিদিন | ১৬ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট জয়ের পর বিহারে ‘সাফাই’ অভিযান শুরু বিজেপির। দলবিরোধী কাজের অভিযোগে সাসপেন্ড করা হল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা শীর্ষ বিজেপি নেতা রাজকুমার সিংকে। শনিবারই বিহার বিজেপির তরফে তাঁকে শোকজও করা হয়েছে। কেন তাঁকে দল থেকে সাসপেন্ড করা হবে না তার উপযুক্ত ব্যাখ্যা দিতে বলে হয়েছে।
শনিবার বিহার বিজেপির তরফে রাজকুমারকে যে নোটিস পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে, তাঁকে দল থেকে সাসপেন্ড হচ্ছে। তিনি দল বিরোধী কাজকর্মের সঙ্গে যুক্ত। দল মোটেই বিষয়টিকে হালকাভাবে নিচ্ছে না। কেন তাঁকে দল থেকে বরখাস্ত করা হবে না তার উপযুক্ত কারণ ব্যাখ্যা করে তা যেন জানানো হয়। দলের নেতার বিরুদ্ধে বিজেপির এহেন পদক্ষেপ অবশ্য প্রথমবার নয়, গত শুক্রবার দল থেকে সাসপেন্ড করা হয়েছিল বিধায়ক অশোক আগরওয়াল ও কটিহারের মেয়র উষা আগরওয়ালকে। এরপরই নোটিস গেল প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী রাজকুমারের কাছে।
উল্লেখ্য, বিহারে বিধানসভা নির্বাচন চলাকালীন রাজকুমার সিং বিজেপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে সরব হয়েছিলেন। তিনি বিজেপির উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর বিরুদ্ধে সরব হন এবং তারাপুর কেন্দ্রের বাসিন্দাদের কাছে আবেদন জানান সম্রাটকে ভোট না দেওয়ার জন্য। এছাড়া অনন্ত সিং, বিভা দেবী-সহ একাধিক বিজেপির নেতার টিকিট পাওয়ায় বিরোধিতায় সরব হন। তারপরও অবশ্য বিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী প্রচারের মঞ্চে দেখা যায় এই নেতাকে।
তবে দলের নেতাদের বিরুদ্ধে দফায় দফায় আক্রমণ শানানো হলেও নির্বাচন চলাকালীন রাজকুমারের বিরুদ্ধে নীরব ছিল বিজেপি। ভোটপর্ব শেষ হওয়ার পরই দলের বিক্ষুব্ধ নেতাদের বেছে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করল গেরুয়া শিবির।