• ভুয়ো আধার কার্ড বানিয়ে হলদিবাড়িতে বাস! SIR আতঙ্কে বাংলাদেশ পালাতে গিয়ে গ্রেপ্তার যুবক
    প্রতিদিন | ১৬ নভেম্বর ২০২৫
  • শান্তনু কর, জলপাইগুড়ি: এসআইআর ঘোষণার পর আতঙ্কে ছিলেন যুবক। ভারত ছেড়ে বাংলাদেশ পালাতে গিয়ে গ্রেপ্তার সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার বাংলাদেশি যুবক। ঘটনাটি ঘটেছে হলদিবাড়ি এলাকায়। যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

    ধৃত যুবকের নাম দুর্জয় রায়। তিনি থাকছিলেন হলদিবাড়ি থানা এলাকায়। বাংলাদেশ থেকে পালিয়ে এসে পরিচয় গোপন করে উত্তরবঙ্গের বিভিন্ন হোটেল ও চা বাগানে কাজ করছিলেন দুর্জয়। অভিযোগ, তিনি আদতে বাংলাদেশে সিরাগঞ্জের বাসিন্দা। তৈরি করেছিলেন আধার কার্ডও। সেই পরিচয়পত্র দেখিয়ে কাজ করছিলেন।

    এরমধ্যেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু করে জাতীয় নির্বাচন কমিশন।  এসআইআর ঘোষণার পর থেকে তিনি আতঙ্কে ছিলেন দুর্জয়। ধরা পড়ে যাবেন এই ভয়ে ছিলেন তিনি। সিদ্ধান্ত নেন বাংলাদেশ পালিয়ে যাবেন! শুক্রবার রাতে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় তাঁকে সন্দেহজনকভাবে ঘোরঘুরি করতে দেখেন পুলিশকর্তারা। তারপর তাঁকে আটক করে হলদিবাড়ি থানায় নিয়ে আসা হয়। যুবককে আজ, শনিবার মেখলিগঞ্জ আদালতে পেশ করেছে হলদিবাড়ি থানা। তদন্ত শুরু হয়েছে।

    উল্লেখ্য, এসআইআর ঘোষণা করা করেছে কমিশন।  ২০০২ সালের ভোটার তালিকাকে মাপকাঠি ধরে  এগোচ্ছে প্রক্রিয়া। যাঁদের নাম তালিকায় রয়েছে, তাঁদের তা দেখালেই হবে। যাঁদের নেই সেই সকল ভোটারা মা-বাবার ও আত্মীয়দের নাম দেখাবেন। এই আবহেই ভারত থেকে বাংলাদেশ পালাতে গিয়ে গ্রেপ্তার যুবক। 
  • Link to this news (প্রতিদিন)