• বাংলাদেশে জেলবন্দি অবস্থায় মৃত্যু কাকদ্বীপের মৎস্যজীবীর, কারণ নিয়ে ধোঁয়াশা
    এই সময় | ১৬ নভেম্বর ২০২৫
  • বাংলাদেশে কারাবন্দি অবস্থায় মৃত্যু হলো কাকদ্বীপের এক মৎস্যজীবীর। মৃত মৎস্যজীবীর নাম বাবুল দাস। ঘটনায় শোকের ছায়া এলাকায়। তাঁর দেহ ফিরিয়ে আনার ব্যবস্থা হচ্ছে বলে সুন্দরবন শ্রমজীবী মৎস্য ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র।

    জানা গিয়েছে, হারুর পয়েন্ট কোস্টাল থানার পশ্চিম গঙ্গাধরপুর এলাকার বাসিন্দা বাবুল দাস। গত জুলাই মাসে ‘এফবি মঙ্গলচন্ডী’ নামক ট্রলারে করে মাছ ধরতে গিয়ে আন্তর্জাতিক জল সীমানা অতিক্রম করে ফেলেন বাবুল। বাংলাদেশের নৌ সেনার হাতে গ্রেপ্তার হন তিনি। তার পর থেকেই বাংলাদেশের কারাগারে বন্দি ছিলেন বাবুল। শনিবার পরিবারের কাছে হঠাৎই খবর আসে হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মারা গিয়েছেন।

    স্থানীয় সূত্রে খবর, গত ১৩ জুলাই রবিবার বাংলাদেশ জলসীমা অতিক্রম করে ‘এফবি মঙ্গলচন্ডী’ নামক ট্রলারটি। ‘এফবি ঝড়’ নামে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের আরও একটি ট্রলারকেও আটক করা হয়েছিল। বাংলাদেশ নৌবাহিনী আটক হওয়া মৎস্যজীবীদের হাতে তুলে দেয় মংলা পোর্ট থানা পুলিশের হাতে তুলে দেয়। গত ১৫ জুলাই ধৃত মৎস্যজীবীদের গ্রেপ্তার করে মামলা রুজু হয়। পরে বাগেরহাট আদালত ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দেয়।

    পরিবার জানায়, সংসারের হাল ধরতে গভীর সমুদ্রে মাছ ধরতে যেত হতো বাবুলকে। ঘটনার দিন ভুল করে আন্তর্জাতিক জল সীমানা অতিক্রম করে ফেলেন। ইতিমধ্যেই পরিবারের সঙ্গে দেখা করেছেন সুন্দরবন শ্রমজীবী মৎস্য ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র। যত শীঘ্রই সম্ভব তার দেহ যাতে ঘরে ফিরিয়ে আনা যায় তার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি। পরিবারের দাবি, বাবলুর মৃত্যুর কারণ নিয়েও ধোঁয়াশা রয়েছে।

  • Link to this news (এই সময়)