‘মসজিদে পরিচয়, পারিবারিক সম্পর্ক গড়ে তোলে মুজাম্মিল’, দাবি আল ফালাহ-র ইমামের স্ত্রীর
বর্তমান | ১৬ নভেম্বর ২০২৫
নয়াদিল্লি: কাশ্মীরের পুলওয়ামা থেকে ফরিদাবাদ। বাড়ি ভাড়া নিয়ে বিস্ফোরক মজুত। সবটাই কি একটা সুচিন্তিত পরিকল্পনার অংশ? জঙ্গি যোগে ধৃত ডাঃ মুজাম্মিলের সমস্ত কার্যকলাপ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এরইমধ্যে মুজাম্মিলের সঙ্গে তাঁদের পরিচিতি নিয়ে মুখ খুললেন আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের ইমাম মহম্মদ ইশতিয়াকের স্ত্রী হাসিনা। তিনি জানিয়েছেন, সহকারী অধ্যাপক মুজাম্মিলের সঙ্গে ইশতিয়াকের প্রথম পরিচয় হয় বিশ্ববিদ্যালয়ের মসজিদে। তারপর থেকে ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ায় সে। গড়ে তোলে পারিবারিক সম্পর্ক। হাসিনা বলেন, ‘মসজিদে যাতায়াতের সুবাদেই আমার স্বামীর সঙ্গে মুজাম্মিলের সম্পর্ক গড়ে ওঠে। এরপর সে আমাদের কাছ থেকে দুধ কিনতে শুরু করে। ধীরে ধীরে সে আরও ঘনিষ্ঠতা বাড়ায়। আমাদের এক বন্ধুর কাছ থেকে ফতেহপুর তাগা এলাকায় একটি ঘর ভাড়া নেয় মুজাম্মিল। সে জানিয়েছিল, জিনিসপত্র রাখতে ঘর প্রয়োজন। ওই ঘরের ভাড়া ছিল মাসে ১৫০০ টাকা।’ ওই ভাড়ার ঘর থেকেই উদ্ধার হয়েছিল প্রায় ২৯০০ কেজি বিস্ফোরক সহ বিপুল অস্ত্রশস্ত্র। হাসিনা আরও জানান, দিল্লি বিস্ফোরণের মাস্টারমাইন্ড ডা. উমর উন নবিও প্রতিদিন ওই মসজিদে যেতেন। তদন্তকারীদের ধারনা, মুজাম্মিলের ডেরায় পুলিশ হানা দিতেই বিস্ফোরক বোঝাই আই-২০ গাড়ি নিয়ে পালিয়ে যায় নবি। লালকেল্লা চত্বরে সেই গাড়িটিতেই বিস্ফোরণ ঘটানো হয়।