• ‘ডেড ড্রপ’ ইমেলে যোগাযোগ রাখত হোয়াইট কলার জঙ্গিরা!
    বর্তমান | ১৬ নভেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: হোয়াইট কলার টেরর মডিউল। দিল্লির জঙ্গি হানার নেপথ্যে উচ্চশিক্ষিত জঙ্গিরা। নিজেদের মধ্যে যোগাযোগ রাখতেও তারা অভিনব কৌশল রপ্ত করেছিল। এর পোশাকি নাম  ‘ডেড ড্রপ’ ইমেল। এতে গোয়েন্দাদের নজরদারি এড়িয়ে সহজেই লজিস্টিক সাপ্লাই থেকে নাশকতার পরিকল্পনা সংক্রান্ত তথ্য আদানপ্রদান করত জঙ্গিরা। তদন্তকারীদের সূত্রে এমনই খবর মিলেছে। কিন্তু, কী এই ‘ডেড ড্রপ’ ইমেল? জানা গিয়েছে, ইমেলে নাশকতা সংক্রান্ত তথ্য লিখলেও তা কাউকে পাঠানো হতো না। ফলে গোটাটাই ড্রাফটে সেভ হয়ে যেত। সংশ্লিষ্ট ইমেলের আইডি ও পাসওয়ার্ড মডিউলের অন্যান্য সদস্যদের কাছেও থাকত। তারা ওই পাসওয়ার্ড ব্যবহার করে ইমেলে লগইন করত। তারপর ড্রাফটে গিয়ে গোটা লেখা বা অন্যান্য তথ্য পড়ে বা দেখে নিত। এভাবেই নিজেদের মধ্যে তথ্য আদানপ্রদান করত ‘হোয়াইট কলার’ জঙ্গিরা। ইমেলগুলি যেহেতু পাঠানো হতো না, তাই তার ডিজিটাল ফুটপ্রিন্টেরও কোনও হদিশ পেতেন না তদন্তকারীরা। এই প্রক্রিয়ায় তথ্য আদানপ্রদানকে ‘ডেড ড্রপ’ বলা হয়। সাধারণত জঙ্গিরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখার জন্য টেলিগ্রাম, সিগন্যাল, থ্রিমা, হোয়াটসঅ্যাপের মতো এনক্রিপটেড অ্যাপ ব্যবহার করে। সেই সঙ্গে ডেড ড্রপের মতো পদ্ধতিও তাদের অন্যতম হাতিয়ার। মডিউলের সদস্য ডাঃ মুজাম্মিল, ডাঃ উমর ও ডাঃ শাহিদ সহ অন্যান্য ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই বিষয়টি প্রকাশ্যে এসেছে বলে গোয়েন্দা সূত্রে খবর। 
  • Link to this news (বর্তমান)