নয়াদিল্লি: দিল্লি বিস্ফোরণ কাণ্ড ও মেডিকেল মডিউল নিয়ে জোরকদমে তদন্ত চলছে। এই মেডিকেল মডিউলের অন্যতম সদস্য শাহিন শাহিদ সম্পর্কে সামনে এল নয়া তথ্য। জানা গিয়েছে, গোপনে দেশ থেকে পালানোর ছক কষছিল শাহিন। দুবাইয়ে থাকার পরিকল্পনা ছিল তার। সেইসূত্রে সম্প্রতি পাসপোর্টের আবেদন জানিয়েছিল আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের ওই চিকিৎসক। এমনকি বিস্ফোরণের সাতদিন আগে পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন হয়েছিল। ভেরিফিকেশনের জন্য গত ৩ নভেম্বর আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন এক পুলিশকর্মী। সেখানে পৌঁছে শাহিনের যাবতীয় নথি যাচাই করা হয়। শাহিনের ছবিও তোলা হয়েছিল। প্রকাশ্যে এসেছে সেই ছবি। তদন্ত সূত্রে জানা গিয়েছে, মিশন সম্পূর্ণ হলেই দেশ থেকে পালাত সে। কিন্তু তার আগেই তাকে পাকড়াও করে পুলিশ।