পাটনা: পাঁচ বছর আগে একক বৃহত্তম দল। কিন্তু তা এখন অতীত। আসন সংখ্যা ৭৫ থেকে এক ধাক্কায় নেমে হয়েছে ২৫। নির্বাচনী ভরাডুবির মধ্যেই লালুর পরিবারে আরও ফাটলের খবর আসছে। তা সত্ত্বেও ভাবগতিক এমন কিছুই হয়নি, ‘আল ইজ ওয়েল’! বিধানসভা ভোটে ধরাশায়ী আরজেডির প্রথম প্রক্রিয়া এল শনিবার। এক্স হ্যান্ডলে তারা লিখেছে,‘জনসেবার কাজ একটি অন্তহীন যাত্রা! সেখানে ওঠাপড়া অনিবার্য। পরাজয়ে দুঃখ নেই, জয়ে নেই ঔদ্ধত্য। গরিবের জন্য সরব হওয়া বন্ধ হবে না।’