বিহারে হার, ব্যর্থতা ঢাকতে ‘ভোটচুরি’র তত্ত্ব কংগ্রেসের!
বর্তমান | ১৬ নভেম্বর ২০২৫
নয়াদিল্লি: ভোট চুরি, বিজেপি-নির্বাচন কমিশনের যোগসাজশের সহ একঝাঁক অভিযোগকে হাতিয়ার করে ময়দানে নেমেছিল কংগ্রেস। কিন্তু, বিহার বিধানসভা নির্বাচনে কোনও কিছুই কাজে আসেনি। ৬১ আসনে লড়ে মাত্র ছ’টিতে জয় পেয়েছে হাত শিবির। প্রতিষ্ঠান বিরোধী হাওয়া হালে পানে পায়নি। ব্যাপক আধিপত্য নিয়ে ক্ষমতায় ফিরেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। বিহারে ফলপ্রকাশের দিন বিদেশে ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দেশে ফিরেই ফলাফল বিশ্লেষণ করতে বসলেন তিনি। এদিন রাহুল কিছু না বললেও পরাজয়ের গ্লানি ঢাকতে সেই ভোটচুরির তত্ত্বকেই ঢাল করছে কংগ্রেস। শনিবার দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গের সঙ্গে বৈঠক করেন রাহুল। ছিলেন এআইসিসির সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল, অজয় মাকেন, কৃষ্ণা আলাভুর মতো নেতারাও। সূত্রের খবর, বিহারে দলের শোচনীয় ফলের কারণ নিয়ে আলোচনা হয়েছে। এই ফলাফল কিছুতেই মেনে নিতে পারছেন না রাহুল। এদিন বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি তিনি।
যদিও বিহারে ভরাডুবির জন্য চেনা ছকেই কমিশনকে কাঠগড়ায় তুলেছেন বেণুগোপাল। তিনি বলেন, বিহারের ফলাফল আমরা কেউই বিশ্বাস করতে পারছি না। শুধু কংগ্রেসই নয়, বিহারের মানুষ ও আমাদের জোটসঙ্গীদেরও একই অবস্থা। দেশের ইতিহাসে এর আগে কোনও রাজনৈতিক দল ৯০ শতাংশের বেশি আসনে জয় পায়নি। বিহারের সমস্ত তথ্য একত্র করা হয়েছে। সেগুলি বিশ্লেষণ হবে। এক-দু’সপ্তাহের মধ্যেই আমরা ভোটচুরির নিয়ে শক্তপোক্ত প্রমাণ হাজির করব। তাঁর দাবি, গোটা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠছে। প্রথম থেকেই কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করেছে। কোনও স্বচ্ছ্বতা ছিল না। - ফাইল চিত্র