মহুয়ার বিরুদ্ধে চার্জশিট পেশে সিবিআইকে অনুমতি লোকপালের
বর্তমান | ১৬ নভেম্বর ২০২৫
নয়াদিল্লি: শিল্পপতি দর্শন হীরানন্দানির কাছ থেকে টাকা নিয়ে লোকসভায় নির্দিষ্ট কয়েকটি সংস্থার বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এমনই অভিযোগে ২০২৩ সালের ডিসেম্বরে তাঁর লোকসভার সদস্যপদ খারিজ করা হয়েছিল। এই ঘটনায় সিবিআই তদন্ত চালিয়ে রিপোর্ট লোকপালের কাছে জমা দেয়। অবশেষে লোকপালের তরফে জানিয়ে দেওয়া হল, ওই মামলায় মহুয়ার বিরুদ্ধে চার্জশিট পেশ করতে পারবে সিবিআই। উল্লেখ্য, ঘুষকাণ্ডে ২০২৪ সালের মার্চে মহুয়া ও শিল্পপতি হীরানন্দানি সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করে সিবিআই। একইসঙ্গে তৃণমূল সাংসদের সঙ্গে জড়িত বিভিন্ন এলাকায় তল্লাশিও চালানো হয়।