নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিহার জিতেই দলের সর্বভারতীয় সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু করতে চাইছে বিজেপি। জানা যাচ্ছে, বাংলায় বিধানসভা নির্বাচনের আগেই জেপি নাড্ডার উত্তরসূরি বেছে নেবে বিজেপির কেন্দ্রীয় পার্টি। দলের সেই নয়া সর্বভারতীয় সভাপতিই সামলাবেন বাংলা সহ একাধিক রাজ্যের গুরুত্বপূর্ণ বিধানসভা ভোট। আগামী বছরের গোড়াতেই বিধানসভা নির্বাচন হবে পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, পুদুচেরি এবং অসমে। যদিও বিজেপি সূত্রে জানা যাচ্ছে, শুরুতে জল্পনা ছিল ঠিকই। তবে বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে কোনও মহিলা নেত্রীকে বেছে নেওয়া হচ্ছে না। এমন কোনও নেতাকেই দলের সর্বভারতীয় সভাপতি হিসেবে বেছে নেওয়া হবে, যাঁর বয়স ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে। বয়স কোনওমতেই ৬০ বছরের ঊর্ধ্বে হবে না। রাজনৈতিক সূত্রের দাবি, ইতিমধ্যেই এই ইস্যুতে দলের অন্দরে আলোচনা শুরু হয়ে গিয়েছে। বিজেপি নেতা কে লক্ষ্মণের উপর দলের এই সাংগঠনিক নির্বাচন সামলানোর দায়িত্বও দেওয়া হয়েছে।