পাটনা: বিহার ভোটে মুখ থুবড়ে পড়েছে ভোটকুশলী প্রশান্ত কিশোরের দল জন সুরাজ পার্টি। ২৪৩ কেন্দ্রের মধ্যে একটিতেও খাতা খুলতে পারেনি। ব্যর্থতা ঢাকতে আরজেডির ঘাড়ের দায় চাপাল তারা। দলের সর্বভারতীয় সভাপতি উদয় সিং জানিয়েছেন, আরজেডি ভোটে জিতলে রাজ্যে জঙ্গলরাজ ফিরে আসবে। এই ভয়ে আমাদের অনেক সমর্থক বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে ভোট দিয়েছেন। ভোটে ‘মেরুকরণে’র অভিযোগও তুলেছেন তিনি। বলেন, ১১ নভেম্বর দ্বিতীয় দফার ভোট ছিল। তার আগের দিনই দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ হয়। সেই ঘটনাকে ব্যবহার সীমাঞ্চলের মতো বিভিন্ন জায়গায় ভোটারদের মধ্যে মেরুকরণ চেষ্টা হয়েছে। ইভিএমেরও তার প্রভাব পড়েছে। রাজ্যের মুসলিম ভোটাররাও প্রশান্ত কিশোরের দলের থেকে মুখ ফিরিয়ে ছিল বলে মেনে নিয়েছেন প্রাক্তন বিজেপি সাংসদ উদয়। পুর্নিয়ার প্রাক্তন এমপি বলেন, দিল্লি বিস্ফোরণের পর মেরুকরণ হয়েছে। মুসলিম ভাইবোনেরা আমাদের উপর আস্থা রাখতে পারেনি। তবে দীর্ঘমেয়াদি লড়াইয়ে তাঁদের পাশে পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। এবারের ভোটে বেকারত্ব, পরিযায়ী শ্রমিক, রাজ্যে শিল্পের অভাবের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে প্রচারে তুলে ধরেছিল পিকের দল। রাজ্যের বিভিন্ন প্রান্তে তাদের কর্মসূচিতে ব্যাপক ভিড় হয়েছিল। কিন্তু, ইভিএমে কোনও প্রভাব পড়েনি।