পাটনা: বিহারে বিপুল ভোটে জয় এনডিএ শিবিরের। ধুয়ে মুছে সাফ বিরোধী মহাগঠবন্ধন। বিদায়ী মন্ত্রিসভার ২৫ সদস্যের মধ্যে জিতেছেন ২৪ জনই। ব্যতিক্রম সুমিত কুমার সিং। গত বিধানসভা ভোটে নির্দল প্রার্থী হিসেবে জিতেছিলেন তিনি। কিন্তু এবার নীতীশ কুমারের দল জেডিইউ টিকিট দিয়েছিল তাঁকে। কিন্তু আসন ধরে রাখতে পারলেন না।
চাকাই আসনে আরজেডি প্রার্থী সাবিত্রী দেবীর কাছে ১৩ হাজারের বেশি ভোটে হেরেছেন বিদায়ী মন্ত্রীসভার বিজ্ঞান, প্রযুক্তি মন্ত্রী সুমিত। প্রসঙ্গত, গতবারের ভোটে সাবিত্রীকে হারিয়ে বিধানসভায় গিয়েছিলেন সুমিত। তাঁর বাবা নরেন্দ্র নাথ সিংও ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।
মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবারও ভোটে লড়াই করেননি। দুই উপ মুখ্যমন্ত্রী বিজেপির সম্রাট চৌধুরী ও বিজয় কুমার সিনহা জিতেছেন যথাক্রমে তারাপুর ও লখিসরাই আসনে। বিজেপির বাকি ১৩ মন্ত্রীও নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্যে গয়া শহর আসন থেকে এই নিয়ে পরপর আটবার জিতলেন কৃষিমন্ত্রী প্রেম কুমার। মন্ত্রিসভার আর এক সদস্য জেডিইউ-র বিজেন্দ্র যাদবও একই কৃতিত্ব অর্জন করেছেন। ২০২০ সালে বিকাশশীল ইনসান পার্টির টিকিটে জয়ী রাজু কুমার সিং এবার বিজেপি প্রার্থী হিসেবে জয় পেয়েছেন। মন্ত্রিসভার আরও দুই সদস্য সঞ্জয় সারোগি (দ্বারভাঙা), নীতীন নবীন (বাঁকিপুর) থেকে পরপর পাঁচবার নির্বাচিত হয়েছেন। এছাড়াও বিজেপির বিজয়ী মন্ত্রীরা হলেন, রেণু দেবী ,নীতীশ মিশ্র,নীরজ কুমার সিং, কেদার প্রসাদ গুপ্তা, জীবেশ কুমার, কৃষ্ণনন্দন পাসোয়ান, বিজয় কুমার মণ্ডল, কৃষ্ণকুমার মান্টো এবং সুশীল কুমার।