• ৩৫ ভোটে জয় বিএসপির
    বর্তমান | ১৬ নভেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: একসময় উত্তরপ্রদেশের ক্ষমতায় ছিল মায়াবতীর বিএসপি। এখন সেসব অতীত। রাজ্যে বিগত বেশ কিছু নির্বাচনেই ধারাবাহিকভাবে তলানিতে বিএসপির পারফরম্যান্স। গত কয়েক বছরে অন্যান্য রাজ্যেও সেভাবে দাঁত ফোটাতে পারেনি দলিত নেত্রীর দল। এবার বিহারের বিধানসভা ভোটেও তার ব্যতিক্রম হল না। মাত্র একটি আসনেই সন্তুষ্ট থাকতে হল তাদের।  এনডিএ’র জয়জয়কারের মধ্যেই রামগড় আসনে জয়ী হলেন বিএসপি প্রার্থী সতীশ কুমার যাদব। তাঁর প্রাপ্ত ভোট ৭২ হাজার ৬৮৯। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অশোক কুমার সিংকে মাত্র ৩৫ ভোটে হারিয়েছেন তিনি। গত লোকসভা ভোটে একটি আসনও পায়নি বিএসপি। দু’বছর আগে উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে তাদের ঝুলিতে এসেছিল মাত্র একটি আসন। এরই মধ্যে রামগড়ে জয় কিছুটা অক্সিজেন জোগাল বিএসপিকে।
  • Link to this news (বর্তমান)