সংবাদদাতা, হবিবপুর: আদিবাসী সমাজের ভগবান বীরসা মুণ্ডার সার্ধশতবর্ষ পূর্তিতেও রাজ্যের শাসকদল ও বিরোধী দল বিজেপির মধ্যে তরজা অব্যাহত। মালদহ জেলার বিভিন্ন জায়গায় স্বাধীনতা সংগ্রামী এই নেতার জন্মদিন সুষ্ঠুভাবে পালিত হলেও শনিবার চাঞ্চল্য ছড়ায় বামনগোলা ব্লকের পাকুয়াহাট ডাকবাংলো এলাকায় বিজেপির অনুষ্ঠানকে কেন্দ্র করে। সেখানে বিজেপির তৈরি করা মঞ্চ কাপড়ে ঢেকে দেওয়া হয় বলে অভিযোগ। গেরুয়া শিবিরের নিশানা তৃণমূলের দিকে। যা নিয়ে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় পাকুয়াহাটের ডাকবাংলা মোড় এলাকায়। তৃণমূলের স্থানীয় নেতৃত্বর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিজেপি বিধায়ক জোয়েল মুর্মু সহ অন্য নেতারা।
বিজেপির দাবি, ডাকবাংলা রোডে বীরসা মুণ্ডার মূর্তির পাশে বিজেপি একটি মঞ্চ তৈরি করে। বিরসাকে শ্রদ্ধা জানাতে এই মঞ্চ। এদিন পাকুয়াহাটের বিজেপি মণ্ডল ২ কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বিভিন্ন এলাকা ঘুরে মূর্তির কাছে আসে। সেখানে দেখা যায়, বিজেপির তৈরি মঞ্চ ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এরপরই তৃণমূলের নেতা কর্মীদের নিশানা করে ক্ষোভে ফেটে পড়েন বিজেপির নেতারা। পদ্ম বিধায়কের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতৃত্ব ইচ্ছা করে এই কাজ করেছে। এভাবে বিজেপিকে রোখা যাবে না।
বিজেপি বিধায়কের অভিযোগ অস্বীকার করে তৃণমূলের বামনগোলা ব্লক তৃণমূল সভাপতি দ্বিজবর জয়ধর পাল্টা বলেন, এবিষয়ে কিছু জানা নেই। প্রচার পাওয়ার জন্য বিজেপি চক্রান্ত করে এধরনের ঘটনা ঘটিয়েছে। সাধারণ মানুষ সব দেখছেন। আগামী বিধানসভা ভোটে মানুষ জবাব দেবেন।
এদিন বামনগোলা ব্লক কমিউনিটি হলে মালদহ জেলা প্রশাসনের উদ্যোগেও দিনটি সাড়ম্বরে পালিত হয়। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলাশাসক প্রীতি গোয়েল, অতিরিক্ত জেলাশাসক অনিন্দ্য সরকার, বামনগোলার বিডিও মনোজিৎ রায় প্রমুখ। ব্লক অফিস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পাকুয়াহাটের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। তিনদিনের জয় জোহার মেলাও শুরু হয়েছে হবিবপুর ও বামনগোলা ব্লক অফিস চত্বরে। হবিবপুর ব্লকের জিতু মঞ্চ ও গাজোল ব্লক অফিস চত্বরেও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিরসাকে শ্রদ্ধা জানানো হয়।
বিজেপির তরফেও সাঁওতালি নাচ, ফুটবল খেলার মাধ্যমে বিরসাকে স্মরণ করা হয় হবিবপুর বিধানসভার বিভিন্ন এলাকায়।