• বিনা অনুমতিতে মিছিল, গ্রেফতার বিজেপি নেতা, পানিশালায় পদ্মকর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা
    বর্তমান | ১৬ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: বিহারে বিজেপির জয়ের পর শুক্রবার রাতে দিনহাটায় মিছিল করেন গেরুয়া শিবিরের নেতা-কর্মীরা। বিনা অনুমতিতে মিছিল করার পর পুলিশের কাজে বাধা সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয় বিজেপি নেতা অজয় রায়কে। ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে কোচবিহার জেলা পুলিশ সুপারের অফিসে আসে বিজেপির জেলা নেতৃত্ব সহ কয়েকজন বিধায়ক। তাঁরা সমস্ত বিষয় পুলিশকে জানান। অন্যদিকে, কোতোয়ালি থানার অধীন পানিশালার পানিগ্রাম ঘুঘুমারি এলাকায় এক বিজেপি নেতার বাড়িতে ওই রাতে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। যদিও সেই বোমা ফাটেনি। পুলিশ দু’টি বোমা উদ্ধার করে নিয়ে যায়। ওই ঘটনার অভিযোগের তীর তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে ততই কোচবিহারে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। 

    গত লোকসভা নির্বাচনই হোক বা বিধানসভা সব ক্ষেত্রেই কোচবিহারে ব্যাপক গণ্ডগোল হয়েছে। বোমা, গুলিতে অনেকেই জখম হয়েছেন। মৃত্যু পর্যন্ত হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি যথেষ্ট ঘোরালো হয়েছে। আবার ভোট আসছে। কোচবিহারের রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। এবার বিজেপির জেলা সম্পাদক দিনহাটার অজয় রায়কে গ্রেপ্তার করায় বিজেপির অন্দরেও যথেষ্ট ক্ষোভ জমেছে। বিজেপির দাবি, পুলিশ অন্যায়ভাবে ওই নেতাকে গ্রেপ্তার করেছে। যদিও পুলিশ জানিয়েছে, অজয় রায়ের বিরুদ্ধে পুলিশকে আক্রমণ করার অভিযোগ ছিল। ওই মিছিল থেকে তিনজন পুলিশ আধিকারিক ও পাঁচজন কনস্টেবল আহত হয়েছেন। 

    পুলিশ সুপার সন্দীপ কাররা বলেন, অজয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশকে আক্রমণ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমরা পানিশালা থেকে দু’টি বোমা উদ্ধার করেছি। দু’টি ঘটনারই তদন্ত শুরু হয়েছে। 

    বিজেপির জেলা সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, বিহার নির্বাচনে জয়ের পর বিজেপি কর্মীরা আনন্দ উল্লাসে মেতেছিলেন। দিনহাটাতেও সেটা হচ্ছিল। অজয় রায়ের বাড়ির সামনেও সকলে আনন্দ করছিলেন। সেই সময়ই অজয় রায়কে পুলিশ গ্রেপ্তার করে। পানিশালায় আমাদের এক কার্যকর্তার বাড়িতে বোমা ছুড়েছে তৃণমূলের লোকজন। 

    জেলার প্রাক্তন সাংসদ তথা তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় বলেন, বিজেপি বিহারে জয়ের পর বাংলায় একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরির চেষ্টা করছে। পুলিশ আইনি পদক্ষেপ করেছে। পানিশালায় বোমা উদ্ধারের পর তৃণমূলকে দোষারোপ করা হচ্ছে। পুলিশ সবটাই দেখছে। এসবের সঙ্গে দলের কোনও যোগ নেই। • নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)