• জাতীয় সড়কে শুকোতে দেওয়া হচ্ছে ধান-ভুট্টা, দুর্ঘটনার শঙ্কা
    বর্তমান | ১৬ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, বালুরঘাট: রাস্তার উপরে ধান, গম, ভুট্টা শুকোনো হচ্ছে। বালুরঘাট থেকে হিলি পর্যন্ত ৫১২ জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় কৃষিজ ফসল শুকোতে দেওয়ায় বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। রাস্তার ধারে অনেক জায়গায় নির্মাণ সামগ্রীও পড়ে থাকছে।  ওভার লোডেড ট্রাক্টর ট্রলির মাটি রাস্তায় পড়ে থাকছে। ফলে জাতীয় সড়কে ছোটখাটো দুর্ঘটনা ঘটেই চলেছে। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থেকে হরিরামপুর এবং কুমারগঞ্জ থেকে কুশমণ্ডি- সব জায়গায় জাতীয় সড়কে এই ছবি। দুর্ঘটনার আশঙ্কা থাকলেও কার্যত নির্বিকার পুলিশ ও ট্রাফিক বিভাগ। এবিষয়ে ডিএসপি (ট্রাফিক) বিল্বমঙ্গল সাহা বলেন, যাঁরা এভাবে রাস্তায় কৃষিজ ফসল শুকাচ্ছেন, তাঁদের সতর্ক করা হবে।  এরপরও এই ধরনের কাজ করে থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রায় পাঁচ বছর আগে জাতীয় সড়কে ধান শুকোতে দেওয়ার জন্য দুর্ঘটনায় গাড়ি উল্টে তপনের বিডিও’র মৃত্যুর পরও টনক নড়ছে না কারও। মানুষ এখনও সচেতন না হওয়ায় ক্ষুব্ধ গাড়িচালক, বাইকচালক সহ পথচারীরা।  

    বালুরঘাটের সমীর কুণ্ডু বলেন, রোজ বাইক নিয়ে হিলি যেতে হয়। প্রত্যেকদিন জাতীয় সড়কে ধান, গম শুকোতে দেওয়া হচ্ছে। দু’দিন আগে এক সহকর্মী বাইক নিয়ে পড়ে আহত হয়। মাঝে মধ্যে বাইক চালকরা দুর্ঘটনায় পড়ছেন। বিষয়টি পুলিশ প্রশাসনের নজর দেওয়া উচিত।  নিত্যযাত্রী আকাশ ঘোষ বলেন, বাড়িতেই ফসল শুকোতে দিতে পারেন কৃষকরা। কিন্তু জাতীয় সড়কে শুকোতে দেওয়া হচ্ছে। যা খুবই বিপজ্জনক। পুলিশ মাঝেমধ্যে অভিযান চালালেও মানুষ সচেতন হচ্ছেন না।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)