বৈধ ভোটারের নাম বাদ গেলে আন্দোলনের হুঁশিয়ারি সিদ্দিকুল্লার
বর্তমান | ১৬ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বহরমপুর রবীন্দ্র সদনে জমিয়তে উলেমায়ে হিন্দের অনুষ্ঠানে এসে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করলেন রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। শনিবার সেখানে তিনি বলেন, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতেই হবে। বৈধ ভোটারের নাম বাদ গেলে আন্দোলন হবে।
মন্ত্রীর অভিযোগ, নির্বাচন কমিশনকে শিখণ্ডী করে বিজেপি পালে হাওয়া তুলতে চাইছে। তিনি বলেন, পশ্চিমবঙ্গকে নিশানা করার কারণ মুখ্যমন্ত্রী ১৪বছর ধরে এরাজ্যে সুশাসন চালাচ্ছেন। তাই এসআইআর করে মানুষকে আতঙ্কিত করা হচ্ছে। বৈধ ভোটারদের বাদ দেওয়ার চক্রান্ত হতে পারে। আমরা সতর্ক রয়েছি। যাঁরা নাগরিক, তাঁরা নিশ্চিন্তে থাকুন। একজনও বৈধ ভোটারের নামও যদি বাদ দেওয়া হয়, তাহলে আঙুল বেঁকাতে হবে ও আন্দোলন হবে।
বিহারের ভোটেও বিজেপি ও নির্বাচন কমিশনের যোগসাজশের অভিযোগ তুলেছেন সিদ্দিকুল্লা। তিনি বলেন, বিহারের মতো এখানেও ভোটার বাড়ানোর চেষ্টা হবে। নির্বাচন কমিশন যদি কোনও ভুল করে, ন্যায্য ভোটারদের বাদ দেওয়ার চেষ্টা করে-তাহলে আমরা সাধারণ মানুষকে নিয়ে লড়াই করব। এখন এসআইআর ফর্ম সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে। আমরা শিবির করে মানুষকে এবিষয়ে সচেতন করার পাশাপাশি তাঁদের সঠিকভাবে ফর্ম পূরণ করতে সাহায্য করছি। নির্বাচন কমিশন খসড়া তালিকা প্রকাশ করলে তা চেক করা হবে। তারপরেও নাম সংযোজনের উপায় থাকবে। সাধারণ মানুষকে নির্দিষ্ট পদ্ধতি মেনে সমস্ত তথ্য জমা দিতে বলছি।