• দলীয় কোন্দল মেটাতে বিধায়ক ও ব্লক সভাপতিদের ডাকছে তৃণমূল নেতৃত্ব
    বর্তমান | ১৬ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বিধায়ক এবং ব্লক সভাপতিদের দ্বন্দ্বে পূর্ব বর্ধমানের বহু এলাকায় এখনও তৃণমূলের অঞ্চল সভাপতিদের নাম চূড়ান্ত হয়নি। যেসব ব্লকে দলে দ্বন্দ্ব রয়েছে, সেখানকার সভাপতি এবং বিধায়কদের ডেকে পাঠিয়েছে জেলা নেতৃত্ব। উভয়পক্ষের সঙ্গের আলোচনা করে অঞ্চল সভাপতিদের নাম চূড়ান্ত করা হচ্ছে। মেমারি-১ ও খণ্ডঘোষ ব্লকের নেতাদের সঙ্গে ইতিমধ্যে বৈঠক হয়েছে। বাকিদের সঙ্গেও কয়েক দিনের মধ্যেই বসার সিদ্ধান্ত হয়েছে।

    তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আউশগ্রাম-২, খণ্ডঘোষ, মেমারি-১ ব্লকের সভাপতি এবং বিধায়কদের মধ্যে বহু দিন ধরেই টানাপোড়েন চলছে। নেতৃত্ব বারবার একসঙ্গে পথচলার কথা বললেও তাঁরা সে সবে কর্ণপাত করেননি। এক নেতা বলেন, কেউই দলের ঊর্ধ্বে নয়। নিজের আখের গোছাতে গিয়ে কোনও নেতা দলের ক্ষতি করার চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নিতে নেতৃত্ব পিছু হবে না। পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের সরিয়ে নেতৃত্ব সেই বার্তা দিয়েছে। আউশগ্রামে শাসক দলের কোন্দল বহুবার প্রকাশ্যে এসেছে। ব্লক সভাপতি এবং বিধায়ক নিজেদের মতো করে চলছেন। বহু কর্মসূচিতেই তাঁরা একে অপরকে ডাকেন না। নেতৃত্ব মোটেই বিষয়টি ভালোভাবে নেয়নি। দু’পক্ষকে আগেই ডেকে সতর্ক করা হয়েছে। কিন্তু তাতেও পরিস্থিতি উন্নতি হয়নি। এই অবস্থা চলতে থাকলে নেতৃত্ব কড়া পদক্ষেপ নিতে পারে। 

    মেমারি-১ ব্লকে দু’পক্ষের কোন্দল সামনে না এলেও আভ্যন্তরীণ দ্বন্দ্ব সংগঠনের ক্ষতি করছে। একইভাবে কালনার নেতাদেরও সতর্ক করা হয়েছে। দলের অপর এক নেতা বলেন, অঞ্চল সভাপতিরা যে কোনও নির্বাচনে বড় ভূমিকা নেন। লোকসভা নির্বাচনে বেশকিছু পঞ্চায়েত এলাকায় দল প্রত্যাশা মতো ফল করতে পারেনি। ওই সমস্ত অঞ্চলের সভাপতিদের নিয়েও প্রশ্ন রয়েছে। তাঁদের সরিয়ে দেওয়া হবে। এছাড়া কোনও কোনও অঞ্চল সভাপতি পঞ্চায়েত প্রধান রয়েছেন। তাঁদের একটা দায়িত্ব দেওয়া হবে। প্রতিটি ব্লকের সভাপতিদের অঞ্চল সভাপতিদের নামের তালিকা অনেক আগেই জমা দিতে বলা হয়। বিধায়কদের সঙ্গে আলোচনা করেই তালিকা জমা দেওয়ার জন্য বলা হয়। কিন্তু বেশকিছু ব্লকের সভাপতিরা নিজেদের ইচ্ছেমতো তালিকা তৈরি করেছেন। বিধায়ক গোষ্ঠীর নেতাদের তালিকায় জায়গা দেওয়া হয়নি। সেই কারণে বিধায়করা ওই তালিকায় সই করেননি। জেলা নেতৃত্ব দু’পক্ষকে ডেকে আলোচনা করার পর তালিকা চূড়ান্ত করছেন। তাতে দু’পক্ষর নেতারা থাকছেন। তৃণমূল নেতা দেবু টুডু বলেন, নেতৃত্ব যা নির্দেশ দেবে সেভাবেই চলতে হবে। দলীয় সূত্রে আরও জানা গিয়েছে, বেশকিছু বুথের সভাপতিদেরও সরানো হবে। তার আগে নেতৃত্ব অঞ্চল সভাপতিদের নাম চূড়ান্ত করতে চাইছে। তাদের মতামত নিয়ে বুথ কমিটি তৈরি করা হবে। এই কমিটিই নির্বাচন পরিচালানার ক্ষেত্রে প্রথম সারিতে থাকে।
  • Link to this news (বর্তমান)