• হাইকোর্টের নির্দেশে কবরস্থ দেহ তুলে সরানো হল অন্যত্র, চাঞ্চল্য, পুরুলিয়ায় জমি সংক্রান্ত বিবাদের মামলা
    বর্তমান | ১৬ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, পুরুলিয়া: একমাস আগে দেওয়া হয়েছিল কবর। জমি সংক্রান্ত বিবাদের মামলায় হাইকোর্টের নির্দেশে কবরস্থ দেহ তুলে অন্যত্র সরানোকে ঘিরে পুরুলিয়া-১ ব্লকের চাকদা গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। 

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া-১ ব্লকের টামনা থানার চাকদা গ্রামে একটি জমিকে ঘিরে দীর্ঘদিন ধরে বিবাদ চলেছে। ওই জমির পাশেই থাকা আশ্রম কর্তৃপক্ষের দাবি, জমিটি তাদের। যদিও গ্রামবাসীদের একাংশের দাবি, ওই জমি দীর্ঘদিন ধরেই কবরস্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। মাস খানেক আগে এক মহিলার মৃতদেহ ওই জমিতে কবর দেওয়া হয়। সেই সময় বিবাদ হয়। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। তারপরই আদালতের নির্দেশে এদিন পুলিশের উপস্থিতিতে ওই মৃতদেহ কবর থেকে তুলে অন্যত্র সরানো হয়। স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দশক ধরে ওই জমিতে কবর দেওয়া হয়। কিন্তু, ভূমিদপ্তরের রেকর্ডে ওই জমি কবরস্থান হিসেবে উল্লেখ নেই। 

    মৃতার পরিবারের দাবি, শতাধিক বছরের বেশি সময় ধরে ওই জমিতে কবর দেওয়া হয়। পরিবারের সদস্যার মৃত্যুর পর কবর দিতে গেলে আশ্রম কর্তৃপক্ষ বাধা দেয়। তাতেই বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। হাইকোর্টের নির্দেশেই এদিন মৃতদেহ অন্যত্র নিয়ে গিয়ে কবর দেওয়া হয়। 

    আশ্রম কর্তৃপক্ষের দাবি, তাদের জমিতে কবর দেওয়া হয়েছিল। কবর দেওয়ার সময় পুলিশ ও প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি। তারপরই আদালতের দ্বারস্থ হতে হয়। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কাজ হয়েছে। 

    পুরুলিয়া জেলা আদালতের আইনজীবী শুভজিৎ সরকার বলেন, আশ্রমের পা঩শের একটি জমি নিয়ে বিবাদ। আদালত জানিয়ে দেয়, ওই জমিটি আশ্রমের। তারপরেও এক মাস আগে ওই জমিতে একজনের মৃতদেহ কবর দেওয়া হয়। বিষয়টি সেই সসময় টামনা থানায় জানানো হয়। তাতেও কোনও কাজ হয়নি। পরে আশ্রম কর্তৃপক্ষ মেল করে পুরুলিয়ার পুলিশ সুপার ও জেলাশাসককে বিষয়টি জানায়। তাতেও কোনও কাজ হয়নি। তারপরই আশ্রম কর্তৃপক্ষ হাইকোর্টের দ্বারস্থ হয়।  গত ১২ তারিখ হাইকোর্ট নির্দেশ দেয় হাইকোর্টের একজন স্পেশাল অফিসারের উপস্থিতিতে টামনা থানার ওসি ওই মৃতদেহ তুলে অন্যত্র সরানোর ব্যবস্থা করবে। গোটা প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করা হবে। হাইকোর্টের ওই নির্দেশ মতো শনিবার সকালে স্পেশাল অফিসারের উপস্থিতিতে এবং মৃতার পরিবারের উপস্থিতিতে যথাযোগ্য মর্যাদায় কাজটি সম্পন্ন করা হয়। 
  • Link to this news (বর্তমান)