• কৃষিমন্ত্রকের মার্কেটিং অফিসার নিয়োগের পরীক্ষায় দ্বিতীয় কালীগঞ্জের সাহিন
    বর্তমান | ১৬ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: কালীগঞ্জের পানিঘাটা পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম মির্জাপুর। গ্রামের বহু মানুষ ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। একসময় ভিনরাজ্যে বাংলাদেশি সন্দেহে পরিযায়ী হেনস্তার ঘটনায় মির্জাপুর খবরের শিরোনামে এসেছিল। সেই প্রত্যন্ত গ্রামের সাধারণ পরিবারের ছেলে সাহিন আখতার মুন্সি সব বাধা অতিক্রম করে কৃষিমন্ত্রকের মার্কেটিং অফিসার নিয়োগের সর্বভারতীয় পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করলেন। ইউপিএসসি পরিচালিত এই পরীক্ষায় সাহিনের সাফল্যে গর্বিত মির্জাপুরের বাসিন্দারা।

    কেন্দ্রীয় সরকারের কৃষিমন্ত্রকের অধীন ঩ডিরেক্টরেট অব মার্কেটিং অ্যান্ড ইনস্পেকশন দপ্তরে গ্রুপ-১ মার্কেটিং অফিসার পদে যোগ দেবেন সাহিন। ছেলের সাফল্যে আনন্দে চোখ ভিজে আসছে তাঁর মা ফরিদা মুন্সির। অভাব-অনটন, ভবিষ্যতের অনিশ্চয়তার মাঝেও ছেলেকে পড়াশোনা বন্ধ করতে দেননি তিনি। ফরিদা মুন্সি বলেন, এতদিনের কষ্ট সার্থক হল। ছেলে শুধু আমার নয়, গ্রামেরও মুখ উজ্জ্বল করেছে। সাহিনের বাবা জুলফিকার আলি চাষবাস করতেন। শুরু থেকেই পরিবারে অভাব ছিল। হঠাৎ জুলফিকার সাহেব মারা গেলে সাহিনের মায়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। তখন মির্জাপুরেই প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ছে সাহিন। ফরিদা মুন্সি ছেলের পড়াশোনা চালিয়ে যেতে তাকে বারাসাতের রহমত মিশনে ভর্তি করেন। সেখানেই সাহিন দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। তাঁর মা স্থানীয় একটি বিদ্যালয়ে রান্নার কাজ করে সংসারের হাল ধরেন।

    বিজ্ঞান বিভাগের ছাত্র হলেও মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং নয়, কৃষিবিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করেন সাহিন। কারণ ছোটবেলা থেকে গ্রামের চাষবাসের পরিবেশেই তাঁর বেড়ে ওঠা। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষিবিজ্ঞান নিয়ে অনার্সে ভর্তি হন। চতুর্থ বর্ষের মাথায় জুনিয়র রিসার্চ ফেলোশিপ পরীক্ষায় উত্তীর্ণ হন। তারপর হরিয়ানার ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইন্সটিটিউট থেকে এগ্রিকালচার ইকোনমিক্স নিয়ে মাস্টার্স করেন। ২০২২সালে তিনি পিএইচডি করার সুযোগ পান। বর্তমানে দিল্লির আইসিআর ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটে গবেষণা করছেন। 

    গবেষণার মাঝেই প্রস্তুতি নিয়ে ইউপিএসসি পরিচালিত কৃষিমন্ত্রকের মার্কেটিং অফিসার নিয়োগের পরীক্ষায় বসেন। দেশজুড়ে মাত্র ৩৩টি শূন্যপদের জন্য এই পরীক্ষা নেওয়া হয়েছিল। সম্প্রতি সেই পরীক্ষার ফল বের হলে দেখা যায়, সাহিন দেশের মধ্যে দ্বিতীয় হয়েছেন।

     সাহিন আখতার মুন্সি।
  • Link to this news (বর্তমান)