• দলের নির্দেশে পদত্যাগ করলেন চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান
    বর্তমান | ১৬ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান পদে ইস্তফা দিলেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা অমিত রায়। শনিবার তিনি মহকুমা শাসকের কাছে ইস্তফা দিয়েছেন। এর আগে বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান পদে ইস্তফা দিয়েছিলেন আরেক তৃণমূল নেতা আদিত্য নিয়োগী। দু’জনকেই দলের রাজ্য নেতৃত্ব সম্প্রতি ইস্তফার নির্দেশ দিয়েছিলেন। তবে ওই নির্দেশনামাতে দুই চেয়ারম্যানকেই কিছুটা সময়ও দেওয়া হয়েছিল। দলের নির্দেশ পাওয়ার পরে অমিতবাবু অবশ্য কিছু প্রশ্ন তুলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পদত্যাগ করে দলের আদেশই মান্য করেছেন তিনি। এদিন অমিতবাবু বলেন, ব্যক্তি নাগরিক হিসেবে যে কোনও প্রেক্ষিতেই কিছু প্রশ্ন তো থাকেই। কিন্তু আমি দলের সৈনিক। যখন দল কোথাও ক্ষমতায় ছিল না, তখন থেকে স্বার্থহীনভাবে দল করেছি। এখনও সেই কাজই করে যাব। দলের আদেশ একজন অনুগত কর্মীর কাছে শেষ কথা। দলের হুগলি জেলার চেয়ারম্যান অসীমা পাত্র বলেন, দু’জনেই প্রবীণ নেতা, দলের অনুগত সৈনিক। তাঁরা আদর্শ সংগঠকের মতোই কাজ করেছেন। এদিকে, প্রশাসন ও তৃণমূলের অন্দরমহল সূত্রে জানা গিয়েছে, দু’টি পুরসভাতেই দ্রুত নতুন চেয়ারম্যানের শপথ গ্রহণের তৎপরতা শুরু হয়েছে। 
  • Link to this news (বর্তমান)