রাজ্য স্কুল ক্রীড়া প্রতিযোগিতা স্থগিত, বিজ্ঞপ্তি প্রাথমিক পর্ষদের
বর্তমান | ১৬ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে পিছিয়েই গেল স্কুলস্তরের রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা। এসআইআরের কাজে শিক্ষকরা বিএলও হিসেবে নিযুক্ত। এদিকে ক্রীড়া প্রতিযোগিতার জন্যও প্রয়োজন ছিল প্রচুর শিক্ষক। এই পরিস্থিতিতে স্কুলগুলিতে পঠনপাঠন স্তব্ধ হয়ে যেত। তাই শিক্ষক সংগঠনগুলির দাবি মেনে নিয়ে শনিবার সার্কেল এবং জেলাস্তরের প্রতিযোগিতা স্থগিত করার বিজ্ঞপ্তি দিল এটির আয়োজক সংস্থা প্রাথমিক শিক্ষা পর্ষদ। রাজ্য স্তরের ফাইনাল বা চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা হওয়ার কথা ছিল ২১ এবং ২২ ডিসেম্বর। আর সার্কেল থেকে জেলাস্তরের প্রতিযোগিতা হওয়ার কথা ছিল ১৭ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর। এটি পিছিয়ে যাওয়ায় মূল প্রতিযোগিতা পিছিয়ে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। প্রসঙ্গত, তৃণমূলের নবগঠিত প্রাথমিক শিক্ষক সংগঠনের তরফেও প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রতিযোগিতা পিছনোর দাবিতে স্মারকলিপি জমা দেওয়া হয়েছিল।