ভোটের আগে সিনেমা-গান তৈরিতে মন সিপিএমের ছাত্র-যুব সংগঠনের
বর্তমান | ১৬ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যাকড্রপে বহুতল, ময়দান দিয়ে হেঁটে যাচ্ছেন অভিনেতা-অভিনেত্রী। এটি একটি সিনেমার দৃশ্য। তবে এই সিনেমা টলিউড বা বলিউডের কোনও পরিচালকের তৈরি নয়। ভোটের আগে ‘ডকুফিচার’ তৈরি করেছে সিপিএমের ছাত্র-যুব সংগঠন। সিনেমার নাম দেওয়া হয়েছে ‘কালবদলের গদ্য’। ছাত্র-যুব মিলে একটি গানের অ্যালবামও প্রকাশ করতে চলেছে। সিনেমাটি দেখানো হবে আজ, রবিবার ছাত্র-যুব উত্সবের সমাপ্তি অনুষ্ঠানে। প্রশ্ন উঠছে, গান-বাজনা-সিনেমা আগেও হয়েছে। কিন্তু তরুণ ভোটারদের বামেদের কাছাকাছি আনা সম্ভব হয়নি। আবার একই পথে হেঁটে লাভ কি? তা শুনে বাম নেতৃত্বের জবাব, ‘আমরা তো ভোটে লড়াই করি না।’
কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষ্যে এসএফআই-ডিওয়াইএফআই রাজ্যজুড়ে ছাত্র-যুব উত্সব শুরু করেছিল। পাড়ায় পাড়ায় নানা রকমের প্রতিযোগিতার আয়োজন হয়েছিল। সিনেমা সেই উত্সবেরই অংশ। বাম নেতৃত্বের বক্তব্য, কিশোর কবির মতাদর্শ, তাঁর জীবন সংগ্রামের কথা তুলে ধরা হবে ওই ডকুফিচারে। গতবছর কলেজ স্ট্রিটে এসএফআই দেখিয়েছিল শাহরুখের ‘বীরজারা’। এবার তারা আসছে সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে। ডিওয়াইএফআই’য়ের কলকাতা জেলার সভাপতি সোহম মুখোপাধ্যায় বলেন, ‘এসএফআই-ডিওয়াইএফআই থেকে সকলে মিলে তৈরি করেছি। সেই সময়ের যৌবন আর এখনকার বদলে যাওয়া সময় তুলে ধরা হবে। দু’জন অভিনয় করেছেন। সুকান্তর এই শহরটা অতীতের সময় পেরিয়ে এখন কোন সময়ে এসে দাঁড়িয়েছে, সেটাই দেখানো হবে। যেমন এখনকার গিগ শ্রমিকদের আমরা বলছি আধুনিক রানার।’ দীনেশ মজুমদার ভবনের সামনে ছবিটি বিকেলে দেখানো হবে। মিউজিক অ্যালবামও উন্মোচিত হবে। থাকবে তিনটি গান। সেটিও এসএফআই-ডিওয়াইএফআই করেছে। পরে ফেসবুক-ইউটিউবেও দেওয়া হবে। অনেকের মতে সিপিএমের ছাত্র-যুবরা গান-বাজনা নিয়েই মেতে। সোহম বলেন, ‘আমরা ভোটের রাজনীতিতে লাভের অঙ্ক দেখে কিছু করছি না। আমরা একটা বিকল্প ছাত্র-যুব উত্সব করতে চাইছি। আজকের প্রজন্মর কাছে সুকান্তকে চেনানোর চেষ্টা করছি।’