• একাদশ-দ্বাদশের ইন্টারভিউ, তালিকা প্রকাশ প্রার্থীদের
    বর্তমান | ১৬ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রত্যাশামতোই শনিবার একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউয়ে সফল প্রার্থীদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। শূন্যপদ রয়েছে ১২ হাজার ৪৫০-এর আশপাশে। শূন্যপদের ১:১.১৬ অনুপাতে প্রার্থীদের ডাক পাওয়ার কথা। সেই অনুযায়ী সংখ্যাটা হয় প্রায় ২০ হাজার। তবে তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে, একাধিক প্রার্থী একই নম্বর পাওয়ায় ডাকা হচ্ছে আরও বেশি প্রার্থীকে। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে প্রাপ্য নম্বরও যোগ করা হয়েছে। তারপরেই তৈরি হয়েছে তালিকা। এসএসসি পরে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, ১৮ নভেম্বর থেকে ডাক পাওয়া প্রার্থীদের তথ্য যাচাই প্রক্রিয়া শুরু হবে। প্রথম দিন হবে বাংলা বিষয়ের প্রার্থীদের তথ্য যাচাই। এটি চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। সেদিন সাইকোলজির প্রার্থীদের তথ্য যাচাই। আজ, রবিবার থেকে কমিশনের ওয়েবসাইটে ঢুকে ডকুমেন্ট ভেরিফিকেশনের ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা। এসএসসি এও জানিয়েছে, আবেদনের সময় জানানো যোগ্যতা সম্পর্কিত যে কোনও বিষয়ের আসল তথ্যাদি নিয়ে হাজির হতে হবে প্রার্থীদের। তা না করলে প্রার্থীকে সরাসরি বাতিল করতে পারে এসএসসি। আর ভেরিফিকেশনে অনুপস্থিত থাকলেও সেই প্রার্থীকে বাতিলের খাতায় ফেলবে তারা।
  • Link to this news (বর্তমান)