নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ইনিউমারেশন ফর্ম বিলির কাজ প্রায় ১০০ শতাংশ শেষ করে ফেলল হুগলি জেলা প্রশাসন। পাশাপাশি, প্রায় পাঁচ শতাংশ তথ্য নথিভুক্তিও হয়েছে এই জেলায়, অর্থাৎ ইনিউমারেশন ফর্ম ফিরিয়ে তার তথ্য ডিজিটালি তোলার কাজও শেষ হয়েছে। শনিবার পর্যন্ত এসআইআর বিষয়ক ওই তথ্য জেলা প্রশাসনের তরফেই জানানো হয়েছে। প্রশাসন জানিয়েছে, শনিবার পর্যন্ত জেলার ১৮টি ব্লকে ৯৯.৪৩ শতাংশ ফর্ম বিলি করা হয়েছে। সেই সঙ্গে ২১ হাজারের বেশি ইনিউমারেশন ফর্ম নাগরিকদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে এবং নথি ডিজিটাইজ করা হয়েছে। সেই নিরিখে শনিবার পর্যন্ত ডিজিটাইজ হওয়া নথির পরিমাণ ৪.৪৩ শতাংশ।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইনিউমারেশন ফর্ম বিলি পর্বে বিভিন্ন রকমের ৪৯৫টি অভিযোগ বিভিন্ন মাধ্যমে জমা পড়েছিল। তার মধ্যে ৪৮৫টি অভিযোগের সমাধান করা হয়েছে। প্রসঙ্গত, ইনিউমারেশন ফর্ম বিলি ও তা সংগ্রহ করার জন্য ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা ধার্য হয়েছে।