• নলেন গুড়ের জোগান বৃদ্ধিতে জয়নগরে খেজুর চারা রোপণ
    বর্তমান | ১৬ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, বারুইপুর: জিআই তকমা পাওয়ার পরে কদর এবং চাহিদা বেড়েছে জয়নগরের মোয়ার। পাল্লা দিয়ে বেড়েছে এই মোয়ার অন্যতম উপাদান জিরান কাঠের নলেন গুড় ও কনকচূড় ধানের চাহিদা। তাই মোয়ার জন্য নলেন গুড়ের সরবরাহ বৃদ্ধিতে ৩৫টি খেজুর গাছের চারা বসানো হল। শনিবার জয়নগরের তুলসীঘাটায় মোয়া ব্যবসায়ীদের উদ্যোগে চারাগুলি বসানো হয়। উপস্থিত ছিলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস, ব্যবসায়ী খোকন দাস, মিষ্টি উদ্যোগ দক্ষিণ ২৪ পরগনার উপদেষ্টা ভবানী সরকার প্রমুখ। অনুষ্ঠানে মোয়া ব্যবসায়ীরা জানান, এই চারা গাছগুলির নিয়মিত পরিচর্যার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি এমন খেজুর গাছের চারা যাতে আরও বসানো হয়, সেই দিকেও প্রশাসনকে নজর দিতে হবে। কারণ খেজুর গাছের সংখ্যা এখন গোটা জয়নগরেই অনেক কমে গিয়েছে। তাই নতুন করে এই গাছ না বসানো হলে মোয়া তৈরিতে গুড়ের ঘাটতি পড়বে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)