নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয় অবশেষে নিরাপত্তারক্ষী নিয়োগের জন্য ৩২ লক্ষ টাকা বরাদ্দ পেতে চলেছে। এই আবেদন অর্থদপ্তরে আটকে ছিল। সেখান থেকে ছাড়পত্র মেলায় উচ্চশিক্ষা দপ্তর তা বিশ্ববিদ্যালয়কে জানিয়েছে। চুক্তির ভিত্তিতে ৩০ জন প্রশিক্ষিত নিরাপত্তাকর্মী এবং দু’জন সুপারভাইজার এই অর্থে নিয়োগ করতে পারবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। র্যাগিংয়ের জেরে ছাত্রমৃত্যুর পরে আদালত যে নিরাপত্তা আঁটসাট করতে বলেছিল, তারই একটি অংশ এই কর্মী নিয়োগ। এর আগে সিসিটিভি খাতে বড়ো অর্থ পেয়েছিল বিশ্ববিদ্যালয়। তবে এই খাতে আরও ৬৮ লক্ষ টাকা পাওয়ার কথা বিশ্ববিদ্যালয়ের।