যুবককে অপহরণ, ৩ লক্ষ টাকা তোলা চেয়ে গ্রেফতার অভিযুক্ত
বর্তমান | ১৬ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অপহরণ করে তিন লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগে জোড়াসাঁকো থানার পুলিশ শুক্রবার রানাঘাট থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতের নাম প্রবীর কুণ্ডু। শনিবার ব্যাঙ্কশাল আদালত তাকে ২৮ নভেম্বর পর্যন্ত পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দেয়। আদালত সূত্রে জানা গিয়েছে, জোড়াসাঁকো থানা এলাকা থেকে কয়েকদিন আগে এক যুবককে অপহরণের অভিযোগ ওঠে। পরে অভিযুক্ত ওই যুবকের দাদাকে ফোন করে তিন লক্ষ টাকা চেয়ে হুমকি দেয়। পুলিশে অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ মোবাইল ফোনের সূত্র ধরে শুক্রবার ওই যুবককে পাকড়াও করে। অপহৃত যুবককেও পুলিশ উদ্ধার করেছে। এই ঘটনার পিছনে আর কারও হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।