বাগজোলা খাল দখল করে বহুতল নির্মাণের অভিযোগ, বিধায়ককে ঘিরে বিক্ষোভ
বর্তমান | ১৬ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বরানগরের বাগজোলা খালের কিছু অংশ অবৈধভাবে দখল করে গড়ে তোলা হচ্ছে বহুতল। ওই খালের ধার ঘেঁষে চলতে থাকা পাইলিংয়ের কাজ ঘিরেই এমন অভিযোগ। এর ফলে ফের জল জমার আশঙ্কায় সতীন সেন কলোনির বাসিন্দারা। সেই আশঙ্কার কথা মাথায় রেখেই তাঁরা বিক্ষোভ দেখানোর পাশাপাশি বিভিন্ন দপ্তরে অভিযোগও জানিয়েছেন। পরিস্থিতি খতিয়ে দেখতে বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সেচদপ্তরের আধিকারিক, চেয়ারম্যান পরিষদের সদস্য অঞ্জন পালকে সঙ্গে নিয়ে বরানগরের এক নম্বর ওয়ার্ডে যান বাগজোলা খাল পরিদর্শন করতে। কিন্তু এলাকার বাসিন্দারা বিধায়ককে হাতের কাছে পেয়ে ক্ষোভ জানান।
স্থানীয় বাসিন্দা মলয় করের অভিযোগ, সংস্কারের কাজ হয়ে যাওয়ার পর জমি মাফিয়াদের দৌরাত্ম্যে বাগজোলা খালের দুই ধারে অনেকটা অংশ দখল হয়ে গিয়েছে। ফলে বাগজোলা খাল তার নাব্যতা হারাচ্ছে। আর এক বাসিন্দার দাবি, এই বাগজোলা খাল দিয়েই বরানগর, দক্ষিণেশ্বর ও বিটি রোডের জল নিষ্কাষণ হয়। কিন্তু পলি জমে খালের নাব্যতা কমে যাওয়ায় মাঝেমধ্যেই জল জমে যায়। তার উপর এভাবে খালের জমি দখল হলে আগামী দিনে আরও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে।
স্থানীয় এক মহিলার দাবি, দীর্ঘ ২০ বছর আমরা জল যন্ত্রণা ভোগ করেছি। কিন্তু খাল সংস্কার হওয়ায় আশায় বুক বেঁধেছিলাম। কিন্তু দেখছি, জমি মাফিয়াদের নির্দেশে খালের পাশ ভরাট হয়ে যাচ্ছে। আজ বিধায়ক এসেছেন, আমরা তাঁর কাছে সুরাহা দাবি করেছি। বরানগরের বিধায়ক সায়ন্তিকা সবদিক খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন।