পণের জন্য গৃহবধূকে পুড়িয়ে খুনের চেষ্টা, স্বামী সহ ধৃত ৪
বর্তমান | ১৬ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পণের জন্য এক বধূকে নির্যাতন ও গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল। শুক্রবার আমহার্স্ট স্ট্রিট থানা এলাকার ওই ঘটনার তদন্তে নেমে পুলিশ বধূর অভিযুক্ত স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ননদকে গ্রেফতার করে। শনিবার ধৃতদের ব্যাঙ্কশাল আাদালতে হাজির করা হয়। বিচারক তাঁদের ২৮ নভেম্বর পর্যন্ত পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দেন।
সরকারি কৌঁসুলি রাধানাথ রং এদিন আদালতে বলেন, গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় ওই বধূকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিন তদন্তকারী পুলিশ অফিসার ও একজন বিচারকের উপস্থিতিতে হাসপাতালে অগ্নিদগ্ধ বধূর জবানবন্দি নেওয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। অভিযোগ, পণের জন্য নানা সময় বধূর উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন তাঁর শ্বশুরবাড়ির লোকজন। শুক্রবার তা চূড়ান্ত রূপ নেয়। অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন ওই বধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন।
চিৎকার চেঁচামেচি শুরু হলে স্থানীয় মানুষজন এসে বধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বধূর বাপের বাড়ির লোকজন থানায় অভিযোগও করেন। তারই ভিত্তিতে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।