• জমি নিয়ে বিতর্ক, হাইকোর্টের নির্দেশে কবর খুঁড়ে দেহ সরিয়ে দিল পুলিশ
    এই সময় | ১৬ নভেম্বর ২০২৫
  • এই সময়: কবর দেওয়া দেহ হাইকোর্টের নির্দেশে পুলিশ তুলে সরিয়ে দিল অন্যত্র। প্রায় নজিরবিহীন এই ঘটনা ঘটেছে পুরুলিয়া–১ পঞ্চায়েতে। টামনা থানা এলাকায় হাইকোর্টের নির্দেশে শনিবার হাইকোর্ট নিযুক্ত স্পেশাল অফিসার ও পুলিশ গিয়ে দেহ তুলে অন্যত্র সরিয়ে দেয়। এই নিয়ে অবশ্য এলাকায় ক্ষোভও তৈরি হয়।

    অভিযোগ, নির্দিষ্ট জমিটি গত প্রায় দু’শো বছর ধরে গোরস্থান হিসেবে ব্যবহার হচ্ছে। সম্প্রতি হাইকোর্টে মামলা দায়ের করে দাবি করা হয়, বর্তমানে ওই জমি একটি আশ্রমের তরফে কেনা হয়েছে। অথচ তার পরেও ওই জমিতে কবর দেওয়া হচ্ছে। হাইকোর্ট যাবতীয় নথি দেখে নির্দেশ দেয়, পুরুলিয়ার পুলিশ সুপারের নজরদারিতে থানার ওসি ওই জায়গা বাস্তবে খতিয়ে দেখে অভিযোগ সত্যি হলে পদক্ষেপ করবেন। কিন্তু প্রথমে সেই নির্দেশ কার্যকরী হয়নি এলাকায় আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায়। ফের মামলা হয়।

    এ বার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আইনজীবী সূর্যনীল দাস দাবি করেন, সময় বেঁধে স্পেশাল অফিসার নিয়োগ করে মৃতদেহ সরানোর নির্দেশ দেওয়া হোক। বাস্তবে তাই হয়। শনিবার নির্দেশ বাস্তবায়িত হয়। যদিও স্থানীয়দের একাংশের বক্তব্য, ওই জমির মালিক এক সময়ে গোরস্থানের জন্যেই জমিটি দান করেছিলেন। রাজ্য সরকারের তরফে পরিকাঠামো তৈরির জন্যে টাকাও বরাদ্দ হয়। তারই মধ্যে কোনও আশ্রমের জন্যে ওই জমি কেনা হয়েছে বলে জানানো হয়। গ্রামের মানুষ গোরস্থান সংক্রান্ত প্রয়োজনীয় নথি আদালতে পেশ করতে না পারায় হাইকোর্ট দেহ সরানোর নির্দেশ দেয়।

  • Link to this news (এই সময়)