• ঘৃণা-বার্তার ঘটনায় কবে এফআইআর, প্রশ্ন প্রতিষ্ঠানে
    আনন্দবাজার | ১৬ নভেম্বর ২০২৫
  • ইন্ডিয়ান স্ট‍্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের (আইএসআই) হস্টেলে বিভিন্ন জায়গায় নির্দিষ্ট ধর্মের প্রতিঘৃণাসূচক মন্তব‍্য লেখার ঘটনায়যথাযথ প্রক্রিয়া মেনেই পদক্ষেপ করা হবে বলে শনিবার জানিয়েছেন কর্তৃপক্ষ। তবে, গত মঙ্গলবার সকালে ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে এখনও পর্যন্ত পুলিশে কোনও অভিযোগ দায়ের না হওয়ায় প্রতিষ্ঠানের অন্দরেই প্রশ্ন ওঠে। আইএসআই-এর ডেপুটি ডিরেক্টর দীপ্তিপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, “নির্দিষ্ট পদ্ধতি মেনেই আমরা এগোচ্ছি।”

    ঘটনার প্রেক্ষিতে আইএসআই কর্তৃপক্ষের তরফে জনৈক প্রাক্তন ডিনের নেতৃত্বে১১ সদস‍্যের একটি কমিটি গড়া হয়েছে। এক ছাত্র বলেন, ‘‘শুনেছি, কমিটিতে চার জন ছাত্র-প্রতিনিধি থাকবেন। ছাত্র, গবেষকেরাইতাঁদের বাছাই করবেন। উপর থেকে কাউকে চাপানো হবে না। তবে এখনও এ বিষয়ে লিখিত নির্দেশআসেনি।” এর আগে ডিন অব স্টাডিজ় বিশ্বব্রত রক্ষিত আইনানুগ ব‍্যবস্থা নেওয়ার কথা বলেন। পুলিশ ইতিমধ্যেই আইএসআই-এ এসেছিল বলে জানানো হয়েছে।কিন্তু আইএসআই-এর তরফে কবে পুলিশে অভিযোগ দায়ের করাহবে, সেটাই এখনও পর্যন্ত পরিষ্কার নয়।
  • Link to this news (আনন্দবাজার)