মেয়েদের সঙ্গে হস্টেলের সামনে অভব্যতা, উত্তাল প্রেসিডেন্সি
আনন্দবাজার | ১৬ নভেম্বর ২০২৫
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হস্টেলের সামনে দাঁড়িয়ে স্থানীয় কারও অভব্য ব্যবহারে উত্তাল ছাত্রী মহল। গভীর রাতের এই ঘটনায় বিচলিত প্রথম বর্ষের নবাগতারা। কিন্তু হস্টেল বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিযোগ জানানো সত্ত্বেও ঠিকঠাক সাড়া মেলেনি বলে শিক্ষার্থীদের একাংশ সরব হয়েছেন। সমাজমাধ্যমে এ নিয়ে হইচই শুরুর পরে শনিবার পুলিশকে সব কিছু জানানো হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের ডিন অব স্টুডেন্টস অরুণ মাইতি জানান।
প্রেসিডেন্সি কর্তৃপক্ষ আগেই সব কিছু পুলিশকে জানানো হয়েছে বলে দাবি করলেও এ দিন সন্ধ্যায় হস্টেলের আবাসিকেরা বিধাননগর উত্তর থানায় লিখিত অভিযোগ জানাতে যান। যাঁর ব্যবহারে ছাত্রীরা ব্যথিত বলে অভিযোগ, সেই হস্টেল সুপার পারমিতা সাহাও ছাত্রী আবাস তথা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিনিধি হিসেবে মেয়েদের সঙ্গে গিয়েছেন। হস্টেলের ছাত্রীদের তরফে দাবি, সল্টলেকের হস্টেলের বাইরে কেউ এক জন রাতে আকছার দাঁড়িয়ে মেয়েদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি করে, যা যৌন হেনস্থার নামান্তর।
গত মঙ্গলবার রাতে হস্টেলের চারতলা থেকে প্রধানত প্রথম বর্ষের মেয়েরা নীচে দাঁড়ানো এক ব্যক্তির বিকৃত আচরণ দেখে আতঙ্কিত হয়ে পড়েন। তাঁদের অভিযোগ, হস্টেলের রক্ষীদের বিষয়টি দেখতে বললেও তাঁরা আমল দেননি। মেয়েরা কেউ কেউ ঘটনাটির ভিডিয়ো করে রাতে হস্টেলের সুপারকে (যিনি সপরিবার হস্টেলেই থাকেন) দেখালে তিনি মেয়েদেরই পাল্টা দোষারোপ করেন বলে অভিযোগ।
প্রেসিডেন্সির ডিন অবশ্য ওই রাতেই পুলিশ এসেছিল বলে দাবি করেন। কিন্তু দুষ্কৃতীকে ধরা যায়নি। তিনি আরও বলেন, “আমরা হস্টেলের আশপাশে আরও বেশি সিসি ক্যামেরা বসাচ্ছি। তা ছাড়া, ওই এলাকায় সুইমিং পুলের দিকে হস্টেলের দেওয়াল অ্যাসবেস্টস দিয়ে ঢাকা হবে। হস্টেলের ঘরে আলো জ্বললেও তার ফলে কেউ ভিতরে তাকিয়ে অসভ্যতা করতে পারবেন না। পুলিশকেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে বলা হয়েছে।”
সুপার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে অস্বীকার করেন। হস্টেলের ঘটনায় ছাত্রীদের ভয় কাটাতে সংশ্লিষ্ট আধিকারিকদের তরফে সমস্যাটি বোঝার ক্ষেত্রে খানিক খামতি দেখছেন প্রেসিডেন্সির শিক্ষক, প্রাক্তনীরা। প্রাক্তনী সংসদের তরফে বিভাস চৌধুরী বলেন, “খুবই উদ্বেগজনক ঘটনা। ছাত্রীদের নিরাপত্তা এবং এই ধরনের ঘটনায় এক ফোঁটা নমনীয়তার প্রশ্ন নেই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের আশ্বাস দিয়েছেন। তবে কোনও পদক্ষেপ না করা হলে আমরা শিক্ষামন্ত্রীর কাছে যাব।”
ছাত্রীদের দাবিকে সমর্থন জানিয়েছেন হিন্দু হস্টেলের আবাসিক ছাত্রেরা। এসএফআইয়ের প্রেসিডেন্সি ইউনিটও সুপারের ভূমিকার নিন্দা করে হস্টেলের নিরাপত্তায় পদক্ষেপ দাবি করেছে।