ডাম্পারের ভারে ভেঙে পড়ল আস্ত সেতু! কোচবিহারের বিস্তীর্ণ অংশের সঙ্গে অসমের যোগাযোগ বিচ্ছিন্ন
আনন্দবাজার | ১৬ নভেম্বর ২০২৫
ডাম্পারের ভার সইতে না পারে ওই পণ্যবাহী যান-সমেত মরা রায়ডাক নদীতে ভেঙে পড়ল সেতু। শনিবার কোচবিহারের তুফানগঞ্জ-২ ব্লকের বারোকোদালি-২ গ্রাম পঞ্চায়েতের দেবগ্রামের ঘটনা। তবে এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।
স্থানীয় সূত্রে জানা খবর, শনিবার ভোরে একটি ডাম্পার সেতু পার হতে গেলে দু’ভাগে ভাগ হয়ে যায় সেটি। ‘শিল্পী টগর অধিকারী’ নামে ওই সেতুটির অবস্থা দীর্ঘ দিন ধরে খারাপ ছিল বলে স্থানীয়দের দাবি। ভারী যানের ভার নিতে পারেনি সেতুটি। তাই এই অঘটন।
সংশ্লিষ্ট সেতু দিয়ে অনেক কম সময়ে প্রতিবেশী রাজ্য অসমে পৌঁছোতে পারেন কোচবিহারবাসী। সেতু বিপর্যয়ের পর স্থানীয় বাজার তথা অসমের সঙ্গে যোগাযোয় বিচ্ছিন্ন। জয়নাল হক নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘‘দীর্ঘ দিন ধরে সেতুটি দুর্বল ছিল। প্রশাসনের পক্ষ থেকে যদি একটি বোর্ড লাগিয়ে সতর্ক করা হত, তা হলে হয়তো এই দুর্ঘটনা হত না। আজ ভোরে পাথর বোঝাই একটি ডাম্পার সেতুটিতে ওঠার কারণে সেতুটি ভেঙে নদীতে পড়ে যায়।’’
জয়নাল-সহ স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ওই সেতু ভেঙে যাওয়ায় বিস্তীর্ণ এলাকার মানুষ সমস্যায় পড়লেন। তাঁদের কথায়, ‘‘অসম-বাংলা সীমান্তে থাকা মানুষজন এই সেতুটি দিয়ে দ্রুত যাতায়াত করতে পারতেন। এখন স্থানীয় আমবাড়ি বাজারের সঙ্গে বিস্তীর্ণ এলাকার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সরকারের কাছে আমাদের আবেদন, দ্রুত এই সেতুটি আবার নির্মাণ করা হোক।’’