আরও এক ধাপ এগোল শান্তিনিকেতনের পৌষমেলার প্রস্তুতি। পরিবেশ আদালত থেকে ছাড়পত্র পাওয়া বাকি। তবে এর মধ্যে মেলার আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং শান্তিনিকেতন ট্রাস্ট। শুক্রবার পূর্বপল্লির মাঠ পরিদর্শন করেন বিশ্বভারতীর শীর্ষ আধিকারিকেরা এবং ট্রাস্টের প্রতিনিধিরা। ওই দলে ছিলেন স্থানীয় ব্যবসায়ী সমিতির পদাধিকারীরাও।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাচ্ছেন, ঐতিহ্যবাহী মেলা সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য যে সব প্রয়োজনীয় পরিকাঠামো এবং সুযোগ-সুবিধার দরকার, তার সব কিছুরই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। স্টল বরাদ্দ থেকে মেলায় নিরাপত্তা, পানীয় জলের ব্যবস্থা থেকে পরিচ্ছন্নতা— প্রতিটি বিষয়ের উপর আলাদা করে নজর এবং গুরুত্ব দেওয়া হবে। গত বছরের মতো এ বারও ব্যবসায়ীদের জন্য ‘প্লট’ বুকিং হবে অনলাইনে।
পাশাপাশিই বিশ্বভারতীর তরফে জানানো হয়েছে, জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনেই মেলার আয়োজন করা হবে। পরিবেশ আদালতের ছাড়পত্র পেলেই জেলা প্রশাসনের সঙ্গে যৌথ বৈঠক করে মেলার চূড়ান্ত রূপরেখা ঘোষণা করা হবে।