নিম্ন মানের সামগ্রী দিয়ে কাজ করার নালিশ, বন্ধ রাস্তা তৈরি
আনন্দবাজার | ১৬ নভেম্বর ২০২৫
রাস্তা ঢালাইয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে শনিবার কাজ বন্ধ করে দিলেন আউশগ্রামের রামনগর পঞ্চায়েতের ধনকোড়া গ্রামের বাসিন্দাদের একাংশ। তাঁদের সঙ্গে ছিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য বিমল আঁকুড়ে এবং বুথ সভাপতি প্রবীর মণ্ডল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধনকোড়া গ্রামে বাবা ধনেশ্বর শিবমন্দির থেকে বৈরাগ্য পাড়াপর্যন্ত কম-বেশি দেড়শো মিটাররাস্তা ঢালাইয়ের জন্য জেলা পরিষদ প্রায় ন’লক্ষ টাকা বরাদ্দ করে।কয়েক দিন আগে ইট, বালি ফেলেন ঠিকাদার। এ দিন সকালে কাজ শুরু হতেই এলাকাবাসীর একাংশ তা বন্ধ করে দেন। তাঁদের মধ্যে নিখিলেশ মণ্ডল, মানব মণ্ডল, সদানন্দ দাসবৈরাগ্য, গৌতম লাহাদের অভিযোগ, নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। ঠিকাদারকে সে কথা বলা হয়েছিল। বিমল জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরকাছে অভিযোগ জানানো হবে। প্রবীরের দাবি, ‘‘কাজের মান ভাল হচ্ছিল না।”
ঠিকাদার মফিউদ্দিন আহমেদ বলেন, “স্থানীয় ইটভাটা থেকেই ইট এনে কাজ হচ্ছিল। হয়তো কিছু ইট খারাপ বেরিয়েছে। সেগুলি বদলে ফেলা হবে।’’ তিনি জানান, গ্রামবাসী রাস্তার কাজ বন্ধ করে দেওয়ায় শ্রমিকেরা ফিরে গিয়েছেন।
জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জানান, আজ, রবিবার জেলা পরিষদের ইঞ্জিনিয়ারেরা গ্রামে গিয়ে অভিযোগ খতিয়ে দেখবেন।