• শিল্পে একজানালা ব্যবস্থার সংস্কারের দাবি বণিকসভার
    বর্তমান | ১৬ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিল্পের পথ সহজ করতে এরাজ্যে চালু আছে এক জানালা ব্যবস্থা বা সিঙ্গল উইন্ডো সিস্টেম। নতুন শিল্পস্থাপন বা ব্যবসার সম্প্রসারণ বিষয়ে প্রশাসনিক পদক্ষেপ যাতে দ্রুত হয়, তার জন্যই এই ব্যবস্থা। সেই সিস্টেমকে আরও ভালো করে গড়ে তোলার পরামর্শ দিল বণিকসভা অ্যাসোচেম। তারা জানিয়েছে, লাইসেন্স ব্যবস্থাকে ঢেলে সাজা হোক। এখানে কোনও ব্যবসা করতে হলে সর্বোচ্চ ১৪৫টি লাইসেন্স নিতে হয়। তা নেওয়ার ক্ষেত্রে কী কী নথির দরকার, তা স্পষ্ট নয়। এক্ষেত্রে সংস্কার আনুক সরকার, পরামর্শ দিয়েছে অ্যাসোচেম। তাদের বক্তব্য, নির্মাণ শিল্পে লাইসেন্স প্রথা রীতিমতো ঝক্কির বিষয়। তার সরলীকরণ জরুরি। অন্যদিকে, ফায়ার লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে আরও সুনির্দিষ্ট নির্দেশিকা তৈরির পরামর্শ দিয়েছে তারা। বণিকসভাটির বক্তব্য, সবার জন্য একই ‘ফরম্যাট’ না রেখে, বিভিন্ন শিল্পের জন্য আলাদা নিয়ম হওয়া উচিত। পাশাপাশি অনলাইনে ফায়ার সেফটি সার্টিফিকেট দেওয়ার পরামর্শ দিয়েছে তারা। অন্যদিকে, বাংলাদেশে রপ্তানি বৃদ্ধিতে পণ্যবাহী ট্রাকগুলিকে যে ‘সুবিধা’ পাশ দেওয়া হয়, তার খরচ কমানোরও সুপারিশ করেছে অ্যাসোচেম। তাদের দাবি, বর্তমানে এই খরচ ট্রাকপিছু ১০ থেকে ১২ হাজার টাকা।
  • Link to this news (বর্তমান)