• দিল্লি বিস্ফোরণের ঘটনাস্থল থেকে উদ্ধার নাইন এমএম কার্তুজ, কোন পিস্তল থেকে ছোড়া হয়েছিল? ঘনাচ্ছে রহস্য
    এই সময় | ১৬ নভেম্বর ২০২৫
  • দিল্লি বিস্ফোরণের ঘটনার তদন্তে নয়া মোড়। সূত্রের খবর, বিস্ফোরণস্থল থেকে তিনটি নাইন এমএম কার্তুজ উদ্ধার করেছে দিল্লি পুলিশ। তার মধ্যে দু’টি কার্তুজ অব্যবহৃত এবং একটি কার্তুজের শেল উদ্ধার হয়েছে। তবে কোনও পিস্তল বা পিস্তলের অংশ উদ্ধার করা যায়নি। এক পুলিশকর্মী জানান, এই কার্তুজ সেনাবাহিনীতে বা বিশেষ অনুমতি প্রাপ্তরাই ব্যবহার করে থাকেন। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, কোন পিস্তল থেকে এই কার্তুজ ছোড়া হয়েছিল? টার্গেটই বা কী ছিল? ইতিমধ্যেই ঘটনাস্থলের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বিস্ফোরণের স্থল থেকে সংগ্রহ করা হয়েছে ফরেন্সিক তথ্যও।

    গত ১০ নভেম্বর দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশন লাগোয়া এলাকায় একটি i20 গাড়িতে বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, আশেপাশের একাধিক গাড়িতে আগুন ধরে যায়। ঘটনায় মৃত্যু হয়েছে ১৩ জনের। আহত একাধিক। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ওই বিস্ফোরণ হওয়া গাড়িটি চালাচ্ছিল পেশায় চিকিৎসক উমর-উন-নবি। ‘সুইসাইড বম্বার’ হিসেবে তাকে ব্যবহার করেছিল দুষ্কৃতীরা। ঘটনার তদন্তভার গিয়েছে NIA-র হাতে। সূত্রের খবর, এই বিস্ফোরণের নেপথ্যে রয়েছে পাকিস্তানের জঙ্গি সংগঠন ‘জৈশ-ই-মহম্মদ’। তদন্তকারীদের অনুমান, বিস্ফোরণ ঘটানোর জন্য উমর গাড়িতে প্রায় ৩০ থেকে ৪০ কেজি অ্যামেনিয়াম নাইট্রেট রেখেছিল।

    গোটা ঘটনায় কে বা কারা যুক্ত, তাদের প্রত্যেককে খুঁজে বের করে বিচার ব্যবস্থার মুখোমুখি দাঁড় করাতে হবে, নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবারও সকাল থেকে পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশে অভিযান চালাচ্ছে NIA।

  • Link to this news (এই সময়)