• বিপুল পরিমাণে আর্থিক সাহায্য পেয়েছিল উমর! বিস্ফোরণস্থল থেকে উদ্ধার করা হল ৯-এমএম কার্তুজ
    বর্তমান | ১৬ নভেম্বর ২০২৫
  • নয়াদিল্লি, ১৬ নভেম্বর: দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণ কাণ্ডে নতুন তথ্য পেয়েছেন তদন্তকারীরা। বিস্ফোরণে ব্যবহৃত আই-২০ গাড়ির চালক তথা সন্দেহভাজন জঙ্গি উমর নবী ২০ লক্ষ টাকা পেয়েছিল কোনও একটি সূত্র মারফত। সেই সূত্রটি অবৈধ মাধ্যম বলে দাবি তদন্তকারীদের। যেটি দুষ্কৃতীমূলক বা জঙ্গি কার্যকলাপের জন্য আর্থিক সাহায্য করে। তদন্তকারীরা আরও জানতে পেরেছেন, উমর হরিয়ানার নুহ থেকে প্রচুর পরিমাণে সার কিনেছিল যার বিল মিটিয়েছিল নগদে।দিল্লি বিস্ফোরণ মামলায় কারা অর্থের জোগান দিয়েছে? সেই বিষয়ে তথ্য সংগ্রহের জন্য বেশ কয়েকজন হাওয়ালা ডিলারদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপরদিকে দিল্লির লালকেল্লার বাইরে বিস্ফোরণস্থল থেকে পুলিশ উদ্ধার করেছে তিনটি ৯-এমএম কার্তুজ। যেগুলি সেনা ও পুলিশের কাছেই থাকে মূলত। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন তদন্তকারীরা। তিনটি কার্তুজের মধ্যে একটির শুধুই খোল উদ্ধার হয়েছে। যদিও বিস্ফোরণস্থল থেকে কোনও বন্দুক বা আগ্নেয়াস্ত্র পাওয়া যায়নি, এমনটাই জানিয়েছে পুলিশ। 
  • Link to this news (বর্তমান)