• উলুবেড়িয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ১, জখম ৩
    বর্তমান | ১৬ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের জেরে মৃত্যু হল এক জনের। দুর্ঘটনায় জখম তিনজন। মৃতের মধ্যে রয়েছেন এক ট্রাক চালক। গতকাল, শনিবার রাত দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ১৬ নং জাতীয় সড়কের হাওড়ার উলুবেড়িয়ার মনসাতলা উড়ালপুলে। এই দুর্ঘটনার জেরে কোলাঘাটমুখী লেনে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে কোলাঘাট থেকে হাওড়া যাওয়ার পথে একটি কন্টেনারবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে উল্টো লেনে চলে আসে। সেই সময়ে কোলাঘাটের দিকে যাওয়া একটি ট্রাকের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে।দুটো ট্রাকের মধ্যে আটকে পড়েন দুই চালকসহ  চারজন। দুর্ঘটনার খবর পেয়ে পৌঁছয় পুলিশ। উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় চারজনকে উদ্ধার করা হয়। পরে তাঁদের উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গর্ভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসক এক ট্রাক চালকের মৃত্যুর কথা ঘোষণা করেন। মৃত ট্রাক চালকের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ মৃত চালকের পরিচয় জানার চেষ্টা করছে। অন্যদিকে দুর্ঘটনার জেরে কোলাঘাটমুখী লেনে প্রায় আধঘণ্টা যানজট থাকার পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
  • Link to this news (বর্তমান)