• আজ ১৬ ঘণ্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু
    দৈনিক স্টেটসম্যান | ১৬ নভেম্বর ২০২৫
  • আজ আবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু অথবা বিদ্যাসাগর সেতু। প্রতি সপ্তাহেই সেতু সংস্কারের কারণে রবিবার দিনটিতে বন্ধ থাকছে হুগলি সেতু। চলতি সপ্তাহের রবিবার অর্থাৎ ১৬ নভেম্বর দিনটিতেও হুগলি সেতু বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই সেতু বন্ধ থাকার বিষয়টি জানিয়েছেন।

    সেতুর কেবল ও বিয়ারিং সংস্কারের জন্য সেতুটিতে যান চলাচল বন্ধ রাখা হচ্ছে বলে জানানো হয়েছে। আজ ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এই সেতু বন্ধ রাখা হবে। হুগলি রিভার ব্রিজ কমিশনার্স অথরিটির তরফে এই সেতু সংস্কারের কাজ চলছে। আজ সেতু বন্ধ থাকার কারণে শহরের বিকল্প রাস্তাগুলি দিয়ে যান চলাচল করানো হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।

    আজ যে বিকল্প রাস্তাগুলি দিয়ে যান চলাচল করবে সেগুলো হল, খিদিরপুর থেকে সিজিআর রোড ধরে আসা গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং হয়ে সেন্ট জর্জেস রোড ও স্ট্রান্ড রোড হয়ে হাওড়ার দিকে পাঠানো হবে। কোলাঘাট এবং ডানকুনি থেকে আসা গাড়িগুলিকে নিবেদিতা সেতু হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। কলকাতার দিক থেকে বেশ কিছু যাত্রীবাহী গাড়িকে আবার কাজীপাড়া, জিটি রোড, আন্দুল রোডের দিক দিয়ে ১৬ নম্বর জাতীয় সড়কের দিকে পাঠানো হবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)