• বিহারের নতুন উপমুখ্যমন্ত্রী কি চিরাগই? নীতীশ সাক্ষাৎ বাড়ল জল্পনা
    প্রতিদিন | ১৬ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর চায় উপমুখ্যমন্ত্রিত্ব। ভোটপ্রচারের শেষদিনই স্পষ্ট করে দিয়েছিলেন চিরাগ পাসওয়ান। ভোটের ফলপ্রকাশের পর দেখা যাচ্ছে, তাঁর ছোট্ট দল বড় কাণ্ড ঘটিয়ে ফেলেছে। মাত্র ২৯ আসনে লড়াই করে দখল করে ফেলেছে ১৯ আসন। ভোটের পর চিরাগ যে উপমুখ্যমন্ত্রিত্বের দাবি জোরাল করবে সেটা জানাই ছিল। সেই কাজটাই বোধ হয় শুরু করে দিলেন ‘যুবা বিহারী’।

    শনিবার বিদায়ী মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করলেন চিরাগ। যে নীতীশের সঙ্গে একসময় তাঁর বৈরিতা ছিল চরমে। এমনকী ২০২০ সালে এই নীতীশ কুমারের বিরোধিতা করেই এনডিএ ছেড়েছিলেন তিনি। তাতে জেডিইউ তথা এনডিএ-র বিস্তর ক্ষতিও হয়। সেবার বিহারের বিধানসভা নির্বাচনে এককভাবে লড়েছিল এলজেপি। ১৩০টি আসনে প্রার্থী দিয়ে নিট ফল ছিল কার্যত শূন্য। মাত্র একটা আসন যায় এলজেপির পকেটে। তবে একাধিক আসনে ভোট কেটে জেডিইউর যাত্রা ভঙ্গ করেছিল চিরাগের দল। ২০২৫ নির্বাচনে তাঁকে বুঝিয়েশুনিয়ে ফেরত আনে বিজেপি। এমনকী ভোটের আগে নীতীশের সঙ্গে সখ্যও করিয়ে দেয়। এবার সেই নীতীশের সঙ্গে হাত মিলিয়েই তিনি বিজেপির পথে কাঁটা বিছিয়ে দিতে পারেন।

    শনিবারের মুখ্যমন্ত্রী সাক্ষাতের ছবি সোশাল মিডিয়ায় দিয়ে চিরাগ নীতীশকে রীতিমতো প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তিনি বলেন, “আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছি। আমি খুব খুশি যে উনি এনডিএর সব শরিকের ভূমিকার প্রশংসা করেছেন। এলজেপির সব প্রার্থীকে মুখ্যমন্ত্রী যেভাবে সমর্থন করেছেন সেটা প্রশংসাযোগ্য।” চিরাগের এই নীতীশের উচ্ছ্বসিত প্রশংসা বিজেপির হৃদস্পন্দন বাড়াবে। এক তো এলজেপির নেতা নীতীশের যেভাবে প্রশংসা করলেন তাতে স্পষ্ট যে মুখ্যমন্ত্রী পদে নীতীশকেই পছন্দ তাঁর। তাছাড়া নীতীশ-চিরাগের ঘনিষ্ঠতা যে রামবিলাসপুত্রের উপমুখ্যমন্ত্রিত্বের দাবি জোরাল করবে সেটাও বলার অপেক্ষা রাখে না।

    উল্লেখ্য, বিহারের বিদায়ী মন্ত্রিসভায় দুই উপমুখ্যমন্ত্রীই বিজেপির। চিরাগ উপমুখ্যমন্ত্রিত্বের দাবি জানালে সেই জোড়া ডেপুটির পদ ধরে রাখা কঠিন হবে বিজেপির জন্য। আবার চিরাগকে নারাজ করাও কঠিন। কারণ বিহারে এনডিএর সমীকরণ এমনই, ভবিষ্যতে বিজেপি এবং জেডিইউয়ের মধ্যে বিবাদ হলে চিরাগ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন।
  • Link to this news (প্রতিদিন)