• রবিবার সকালেও ব্লু লাইনে মেট্রো বিভ্রাট! আংশিকভাবে মিলছে পরিষেবা
    প্রতিদিন | ১৬ নভেম্বর ২০২৫
  • নব্যেন্দু হাজরা: ফের মেট্রো যন্ত্রণা! রবিবার মেট্রো পরিষেবা শুরু হতেই দেখা দিল সমস্যা। রক্ষণাবেক্ষণের কাজের জন্য দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে ব্যাহত মেট্রো চলাচল। ছুটির দিন হলেও দুর্ভোগ যাত্রীদের। ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলছে। খুব তাড়াতাড়ি বাকি স্টেশনগুলির মধ্যে পরিষেবা শুরু করা হবে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

    মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আগে থেকেই ঠিক করে রাখা রক্ষণাবেক্ষণের কাজের জন্য পাওয়ার ব্লক নেওয়া হয় শনিবার রাতে। সেই কাজ রবিবার সকালে মেট্রো পরিষেবা শুরু হওয়ার আগেই শেষ হওয়ার কথা ছিল। তবে রক্ষণাবেক্ষণের কাজে যুক্ত কর্মীদের নিরাপত্তার কথা ভেবে পাওয়ার ব্লকের সময়টি কিছুটা বাড়ানো হয় বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। সেই কারণেই পরিষেবা ব্যাহত হয়। তবে জানা গিয়েছে, ১০টার পর পরিষেবা স্বাভাবিক হয়েছে। রবিবার সকালে যাত্রী কম হওয়ায় খুব বেশি সমস্যা হয়নি। কিন্তু ইডেনে চলছে ভারত-দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ। অনেকেই মেট্রো পথ ব্যবহার করতে পারেনি। 

    উল্লেখ্য, এই প্রথম নয়। শনিবার  সকাল ৯টা থেকে ১০টা ২০ মিনিট এক ঘণ্টা কুড়ি মিনিট পরিষেবা ব্যাহত ছিল। বিনা নোটিসে সিগন্যালিংয়ের কাজের ফলে ব্লু লাইনে ফের ভোগান্তির শিকার হন যাত্রীরা। আপ এবং ডাউনে দক্ষিণেশ্বর থেকে বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। সেই সময় বরানগর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত স্বাভাবিক ছিল মেট্রো চলাচল। তার ফলে স্বাভাবিকভাবেই ভোগান্তির শিকার হন অফিস যাত্রীরা। সেই রেশ কাটতে না কাটতেই ব্লু  লাইনে পরিষেবা ব্যাহত হল। যাত্রীরা জানাচ্ছেন, ভোগান্তির অপর নাম হয়ে গিয়েছে ব্লু লাইন।
  • Link to this news (প্রতিদিন)