• ‘আমাকে মারার জন্য জুতো তুলেছিল’, ফের বিস্ফোরক লালুকন্যা
    এই সময় | ১৬ নভেম্বর ২০২৫
  • বিহার বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পরেই দল এবং পরিবার ত্যাগের কথা ঘোষণা করেছেন আরজেডি সুপ্রিম লালুপ্রসাদ যাদবের মেয়ে রোহিণী আচার্য। শনিবার রাতে তিনি নিজের সিদ্ধান্তের জন্য সরাসরি তোপ দেগেছিলেন ভাই তেজস্বী যাদবের দিকে। রবিবার আরও বিস্ফোরক দাবি করলেন লালুকন্যা। তাঁর অভিযোগ, তাঁকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে। এমনকী, তাঁকে মারার জন্য জুতোও তোলা হয়েছিল।

    রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন রোহিণী। সেখানে তিনি লেখেন, ‘গতকাল একজন মেয়ে, একজন বোন, একজন মাকে অপমান করা হয়েছে। গালাগালি করা হয়েছে। তাঁকে মারার জন্য তোলা হয়েছিল জুতোও। আমি আমার আত্মসম্মানের সঙ্গে কোনও আপোস করিনি। আমি সত্যের সঙ্গ ত্যাগ করিনি। কেবল এই জন্যই আমাকে অপমান সহ্য করতে হয়েছে।’

    রোহিণী আরও লেখেন, ‘গতকাল, এক মেয়ে কাঁদতে কাঁদতে বাবা, মা, বোনেদের ফেলে চলে আসতে বাধ্য হন। ওরা আমাকে মায়ের বাড়ি থেকে আলাদা করেছে। ওরা আমাকে অনাথ করেছে।’ যদিও এই পোস্টে তিনি কারও নাম নেননি।

    শনিবার লালুকন্যার সরাসরি অভিযোগ ছিল সঞ্জয় যাদব এবং রামিজ নিমাত খানের বিরুদ্ধে। এই দুই আরজেডি নেতা তেজস্বী যাদব ঘনিষ্ঠ বলে পরিচিত। আরজেডি শিবিরে তেজস্বীর ক্ষমতা বৃদ্ধি এবং ছেলে তেজস্বীর জন্য লালুর অগাধ সমর্থন কার্যত স্পষ্ট, দাবি রাজনৈতিক মহলের। আর এই বিষয়টিই লালুর অন্য সন্তানরা খোলা মনে মেনে নিতে পারছেন না, মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

    বড় ছেলে তেজ প্রতাপকে আগেই ত্যাজ্য করেছিলেন লালু। তবে আরজেডি সুপ্রিমো রোহিণীর প্রশংসা করেছিলেন বিভিন্ন সময়ে। এই কন্যাই তাঁকে কিডনি দিয়েছিলেন। তাঁর এ ভাবে দলত্যাগ এবং তেজস্বীর সহযোগীদের বিরুদ্ধে সরাসরি তোপ দাগা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

  • Link to this news (এই সময়)